রাস্তা থেকে না সরায় বছর তিনেকের একটি শিশুর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। হায়দরাবাদের কালাপাহাড় এলাকায় ঘটনাটি ঘটেছে।
বাড়ির সামনের রাস্তায় বন্ধুদের সঙ্গে খেলছিল বছর তিনেকের মহম্মদ আলি শেইর। ঠিক সে সময় প্রতিবেশী এক কিশোর নিজের বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু শিশুরা রাস্তায় খেলছিল বলে বাইক নিয়ে এগোতে বাধা পায় বছর ষোলোর ওই কিশোর। সঙ্গে সঙ্গে ওই শিশুদের বকাঝকা করতে শুরু করে সে। আলির পরিবারের দাবি, ছোট্ট আলি ও তার বন্ধুরা ওই কিশোরের কথা ঠিক করে না বুঝতে পেরে খেলা চালিয়ে যায়।
এর পরেই বাইক থেকে নেমে শিশুটির গায়ে পেট্রোল ঢেলে তার আগুন ধরিয়ে দেয় ওই কিশোর। অন্য শিশুরা ভয় পেয়ে বাড়ির লোকদের ডেকে আনে। সঙ্গে সঙ্গে আলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তার অবস্থা গুরুতর। আলির বাবা মহম্মদ রহিমের অভিযোগের ভিত্তিতে ওই কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত চলছে।