১১ বছরের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার সৎবাবা। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ৫০ বছর বয়সি ওই ব্যক্তিকে একটি লজ থেকে আটক করে পুলিশ। মহারাষ্ট্রের খড়ঘর থানার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, গত ১২ অগস্ট নাবালিকাকে তার বাবা ধর্ষণ করেছেন বলে অভিযোগ। তবে বৃহস্পতিবার নাবালিকার মা থানায় অভিযোগ করেন।
অভিযোগপত্রে ওই মহিলা জানান, এটা তাঁর দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মেয়েকে নিয়ে তিনি দ্বিতীয় স্বামীর কাছে থাকেন। কিন্তু স্বামী তাঁর সৎমেয়েকে নানা ভাবে হেনস্থা করেন। গত কয়েক দিন ধরে মেয়ে কেমন বদলে গিয়েছিল। কিছু একটা হয়েছে বুঝে তিনি মেয়েকে ডেকে কথা বলেন। তার পর এই ঘটনার কথা জানতে পারেন।
অন্য দিকে, থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে গত দু’দিন ধরে পালিয়ে বেড়়িয়েছেন অভিযুক্ত ব্যক্তি। তাঁর মোবাইল লোকেশন ‘ট্র্যাক’ করেছিল পুলিশ। পাশাপাশি বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। শনিবার বিকেলে একটি জায়গায় অভিযুক্তকে তাঁর গাড়ি-সহ আটক করা হয়।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পালিয়ে একটি লজে উঠেছিলেন। শনিবার সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। রবিবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়।