বসার আসনে খাবার ফেলায় বাসের মধ্যেই এক যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দিল্লিতে। খুনে অভিযুক্ত বাসের চালক এবং তাঁর দুই সহকারী। উত্তর-পশ্চিম দিল্লির ববানা এলাকায় ঘটনাটি ঘটেছে। সুশান্ত শর্মা নামে এক সহকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোজ ওরফে বাবু। নারেলার বাসিন্দা। পেশায় রাঁধুনি। গত ১ ফেব্রুয়ারি রাতে একটি বিয়ে বাড়িতে রান্না সেরে তিনি এবং তাঁর এক সহকর্মী দীনেশ ফিরছিলেন বাসে করে। তাঁদের সঙ্গে বিয়ে বাড়ির কিছু খাবারও ছিল। সেই খাবারই বাসের সিটে পড়ে গিয়েছিল। তা নিয়ে বাসচালক আশিস এবং তাঁর দুই সহকর্মীর সঙ্গে বচসা হয় মনোজদের। নামার সময় বাসচালক এবং তাঁর দুই সহকর্মী দীনেশকে বাস থেকে নামতে দিলেও, মনোজকে নামতে দেননি। মনোজকে গায়ের জামা খুলে সিটে পড়ে থাকা খাবার পরিষ্কার করতে বলেন তাঁরা। অভিযোগ, সেই সময়েই মনোজকে বেধড়ক মারধর করেন চালক এবং তাঁর দুই সঙ্গী। তাঁর গোপনাঙ্গে আঘাতও করা হয় রড দিয়ে।
পুলিশ জানিয়েছে, মারধরে বাসে জ্ঞান হারিয়েছিলেন মনোজ। পরে তাঁকে ববানা উড়ালপুলে ফেলে রেখে যান অভিযুক্তেরা। এক পুলিশ অফিসার বলেন, ‘‘গত ২ ফেব্রুয়ারি সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় এক জনের পড়ে থাকার খবর পায় পুলিশ। প্রথমে ওই ব্যক্তিকে ভবঘুরে মনে করা হয়েছিল। পরে সব জানা যায়। মনোজের ভাই জিতেন্দ্র দেহ শনাক্ত করেছিলেন। মনোজের নিখোঁজ থাকায় থানায় ডায়েরিও করেছিলেন উনি।’’