Advertisement
E-Paper

ঘুমন্ত সব্জি বিক্রেতাকে দেখতেই পেলেন না, মাথায় কাদার স্তূপ ঢেলে দিলেন পুরকর্মীরা! চাপা পড়ে মৃত্যু

উত্তরপ্রদেশের বরেলীতে কাদায় চাপা পড়ে মৃত্যু হয়েছে এক সব্জিবিক্রেতার। গাছের নীচে ঘুমোচ্ছিলেন তিনি। আচমকা তাঁর মাথায় কাদার স্তূপ ঢেলে দেন পুরকর্মীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৭:৪৪
Man dies after civic body allegedly dumped mud on him while sleeping in UP

উত্তরপ্রদেশে কাদায় চাপা পড়ে মৃত্যু সব্জি বিক্রেতার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গাছের নীচে ঘুমোচ্ছিলেন বছর ৪৫-এর সব্জি বিক্রেতা। তাঁকে দেখতেই পেলেন না পুরকর্মীরা! মাথার উপরেই ঢেলে দিলেন গাড়িভর্তি কাদা। তাতে চাপা পড়ে মৃত্যু হল ওই ব্যক্তির। নিজের বাড়ির সামনেই।

উত্তরপ্রদেশের বরেলীর ঘটনা। মৃতের নাম সুনীল কুমার। বরেলী পুরসভা এলাকাতেই থাকতেন তিনি। বাড়িতে আছেন স্ত্রী এবং তিন সন্তান। সুনীলের পরিবার জানিয়েছে, বাড়ির সামনেই গাছের নীচে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। পুরসভার গাড়ি এসে সেখানেই কাদার স্তূপ উল্টে দেয়। দেখে বাড়ির লোকজন ছুটে আসেন। কিন্তু পুরসভার গাড়ি আটকানোর সুযোগই পাননি তাঁরা। কাদা থেকে টেনে বার করে দ্রুত সুনীলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।

মৃতের পরিবারের অভিযোগ, রাস্তায় বা ওই গাছের নীচে সাধারণত কাদা বা অন্য কোনও আবর্জনা ফেলা হয় না। সেখানে যে কাদা ফেলা হতে পারে, তা কেউ ভাবতেই পারেননি। এ বিষয়ে পুরসভার গাফিলতির দিকে আঙুল তুলেছেন স্থানীয়েরা। অভিযোগ, পুরকর্মীরা উল্টে তাঁদেরই ধমক দেন। কেন রাস্তার ধারে সুনীল ঘুমোচ্ছিলেন, সেই প্রশ্ন তোলেন।

বরেলী পুরসভার চেয়ারম্যান সঞ্জীব কুমার মৌর্য এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যে কর্মীরা এই কাজ করেছেন, তাঁরা সরাসরি পুরসভার সঙ্গে যুক্ত নন। এই ধরনের কাজের জন্য পুরসভার সঙ্গে যে সংস্থার চুক্তি হয়েছে, তাঁরা সেই সংস্থার কর্মী। সাধারণত তাঁরা কাদা রাস্তার ধারেই কোথাও ফেলে রাখেন। সেগুলি শুকিয়ে গেলে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে জলজ্যান্ত এক জন মানুষকে কেন দেখতে পেলেন না, তা খতিয়ে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই ঘটনায় থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। পৃথক তদন্ত শুরু করেছে পুলিশ।

Uttar Pradesh Bareilly Municipal Corporation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy