ঋণের টাকা শোধ করতে না পারায় আত্মঘাতী হলেন চেন্নাইয়ের এক যুবক। মৃত্যুর আগে একটি চিঠি লিখে গিয়েছেন। সেখানে ঋণদাতাদের বিরুদ্ধে মানসিক নির্যাতন, হেনস্থার অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিক্রম। ছোটখাটো ব্যবসার জন্য ৩ লক্ষ ৮০ হাজার ঋণ নিয়েছিলেন তিনি। প্রতি মাসে তার জন্য তাঁকে সুদ গুনতে হচ্ছিল ৩৮ হাজার টাকা। মুরগির মাংসের ব্যবসা করে সংসার চালাতেন। কিন্তু সম্প্রতি তাঁর একটি দুর্ঘটনা হয় বিক্রমের। ফলে দোকানও বন্ধ রাখতে হচ্ছিল তাঁকে। তার জেরে ঋণের টাকাও ঠিক মতো শোধ করতে পারছিলেন না বলে দাবি। সেই টাকা শোধ করতে না পারায় ঋণদাতারও তাঁর উপর চাপ সৃষ্টি করছিলেন। নানা ভাবে হেনস্থা করাও শুরু করেন।
পুলিশ জানিয়েছে, বিক্রমের দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে কয়েক জনের নাম উল্লেখ করে গিয়েছেন। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, চিঠিতে যাঁদের নাম উল্লেখ করেছেন বিক্রম, তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।