জিমে শরীরচর্চা করতে গিয়েছিলেন। শরীরচর্চা শেষ করার পরেই মেঝেতে পড়ে যান ৩৭ বছরের এক যুবক। মিলিন্দ কুলকার্নি নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুণের পিম্পরি-চিঞ্চওয়াড়ের ঘটনা। প্রসঙ্গত, ওই যুবকের স্ত্রীও এক জন চিকিৎসক।
জিমে বসানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। তাতে দেখা গিয়েছে, শরীরচর্চার পরে বোতল খুলে জল খাচ্ছেন মিলিন্দ নামে ওই যুবক। তার পরে বোতলের মুখ বন্ধ করে দেন তিনি। তার পরেই ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে মিলিন্দকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ছ’মাস ধরে জিমে যাচ্ছিলেন তিনি।
এমনিতে চিকিৎসকেরা বলেন, ৬৫ বছরের বেশি বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা থাকে। তবে সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষা বলছে, ৩০ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে।