Advertisement
০২ মে ২০২৪
POCSO Case

নাবালিকার কাঁধে হাত, জামা ধরে টানও যৌন হেনস্থা, তিন বছরের কারাদণ্ড হল যুবকের

নবম শ্রেণির এক ছাত্রী আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। ওই সময় অভিযুক্ত তাকে জাপটে ধরেন। তিনি স্কুলছাত্রীর জামাকাপড়ে টান দেন বলে অভিযোগ। ওই সময় নির্যাতিতার কাকা ঘটনাস্থলে এসে পড়েন।

Madhya Pradesh High Court

মধ্যপ্রদেশ হাই কোর্ট। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৯
Share: Save:

বালিকার কাঁধে হাত রাখা এবং তার পরনের জামা ধরে টান দেওয়াও যৌন লালসার প্রকাশ। এমনই পর্যবেক্ষণের পর যৌন নির্যাতনে এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল মধ্যপ্রদেশ হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এই ইঙ্গিতের মাধ্যমেই পরিষ্কার হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা যায়।

মামলায় জানানো হয়, নবম শ্রেণির এক ছাত্রী এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। ওই সময় অভিযুক্ত তাকে জাপটে ধরেন। তাঁর উদ্দেশ্য খারাপ ছিল। তিনি স্কুলছাত্রীর জামাকাপড়ে টান দেন। ওই সময় নির্যাতিতার এক কাকা ঘটনাস্থলে এসে পড়েন। অভিযুক্তকে ধরতে গেলে তিনি হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই ঘটনার পর থানায় অভিযোগ করা হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। মামলা রুজু হয়। চার্জশিটও পেশ করা হয়। সব দিক খতিয়ে দেখে হাই কোর্ট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।

বিচারপতি প্রেম নারায়ণ সিংহের পর্যবেক্ষণ, ‘‘ওই ঘটনার সময় অভিযুক্তের বয়স ছিল ২২ বছর। তিনি নাবালিকার জামাকাপড় টেনে তার কাঁধে হাত রেখেছিলেন। এই আচরণটি স্পষ্টতই অভিযুক্তের যৌন অভিপ্রায় নির্দেশ করেছে। তাই তাঁর বিরুদ্ধে পকসো ধারা দেওয়া যায়। এবং সমস্ত সাক্ষ্যপ্রমাণ দেখে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, যৌন হেনস্থার উদ্দেশ্য ছিল অভিযুক্তের।’’ এর পর ওই যুবককে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি, ৪ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

POCSO Case POCSO Act Madhya Pradesh High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE