নয় বছরের সৎপুত্রকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। অভিযোগ, খুনের পরে শিশুর দেহ ব্যাগে ভরে জঙ্গলে ফেলে দেন তিনি। মহারাষ্ট্রের আকোলা জেলার ঘটনা। অভিযুক্ত ৩৮ বছরের আকাশ কানহেরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন’বছরের শিশুর নাম দর্শন পলাসকর। সে তাঁর মা এবং সৎবাবার সঙ্গে থাকত। বুধবার রাতে থানায় আভিযোগ দায়ের করেন দর্শনের মা। থানায় তিনি জানান, পুত্রের খোঁজ মিলছে না। তদন্তে নেমে ওই এলাকায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে আকাশের সঙ্গে দর্শনকে হেঁটে যেতে দেখা যায়। এর পরে তাকে আর কেউ এলাকায় দেখেননি।
আরও পড়ুন:
পুলিশ আকাশকে আটক করে জেরা করে। পুলিশ আধিকারিক আনমোল মিত্র জানান, জেরায় দর্শনকে খুনের কথা স্বীকার করেন ধৃত। তিনি দাবি করেন, একটি বাইকে চাপিয়ে দর্শনকে জঙ্গলে নিয়ে যান তিনি এবং তাঁর বন্ধু। সেখানে তাকে গলা টিপে খুন করেন। তার পরে দেহ ব্যাগে ভরে জঙ্গলে ফেলে দেন। অঞ্জানগাঁও তালুকের জঙ্গল থেকে পুলিশ পরে দর্শনের দেহ উদ্ধার করে। প্রায় ১২ ঘণ্টা ধরে তল্লাশি চালান ৬০ জন পুলিশকর্মী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আকাশের বন্ধু গৌরব গায়গোলেকেও গ্রেফতার করেছে পুলিশ।