দক্ষিণ হাইলাকান্দিতে ফের সক্রিয় হচ্ছে জঙ্গিরা। মিজোরাম সীমানার গ্রামগুলিতে আতঙ্ক ছড়াচ্ছে। এক দিকে বেড়েছে ‘ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন আর্মি’র (উদলা) তৎপরতা। অন্য দিকে ‘বরাক ভ্যালি টাইগার ফোর্স’ নামে অন্য একটি জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করেছে। অপহরণ করে মাসের পর মাস অপহৃতদের আটকে রাখছে উদলা। নতুন সংগঠনটি একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। তবে পুলিশের দাবি, নাশকতা রুখতে তারা সতর্ক রয়েছে।
২০১৬ সালে অসমে বিধানসভার নির্বাচন। গোয়েন্দা সূত্রে খবর, সে দিকে তাকিয়েই তৎপরতা বাড়িয়েছে রিয়াং জঙ্গিরা। সংগঠনকে নতুন করে সাজিয়েছে উদলা নেতা ধন্যরাম। দু’টি গোষ্ঠীতে সদস্যদের ভাগ করেছে। একটি রাইফেলমারা গোষ্ঠী, অন্যটি ঘুটঘুটি। গত ৪ জানুয়ারি আগর কাঠের ব্যবসায়ী শিবসাগরের রন্টু গগৈ ও নাজিরার বিতুল কলিতাকে অপহরণ করে উদলা। আড়াই মাসেও পুলিশ তাঁদের উদ্ধার করতে পারেনি। হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার রাজমোহন রায় জানিয়েছেন, তল্লাশি অভিযান চলছে। ঘুটঘুটি গোষ্ঠীকে দিয়ে ধন্যরাম ওই অপহরণ করিয়েছে। ২০ মার্চ উদলার তিন ক্যাডারকে আটক করে পুলিশ। তিন জনই ঘুটঘুটি গোষ্ঠীর সদস্য। রাজমোহনবাবুর কথায়, “উদলার দু’টি গোষ্ঠীর হাতেই আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে।”
শুধু রিয়াং জঙ্গিরাই নয়, বিধানসভা নির্বাচনের মুখে পুলিশকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়ে দামছড়ায় তৈরি হয়েছে ‘বরাক ভ্যালি টাইগার ফোর্স’। তবে এরই মধ্যে পুলিশ তাদের স্বঘোষিত সেনাধ্যক্ষ-সহ কয়েক জনকে পাকড়াও করেছে। জেরায় ধৃতরা স্বীকার করেছে, ১ ফেব্রুয়ারি হাইলাকান্দিতে বোমা বিস্ফোরণের পিছনে ছিল তারাই।