মুম্বইয়ের মালাডের বস্তিতে আগুন। সোমবার বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ আনন্দনগরে ঝুপড়িগুলিতে আগুন লাগে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সূত্রের খবর, বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) প্রথমে একে পয়লা স্তরের অগ্নিকাণ্ড বলে জানালেও পরে দ্বিতীয় স্তরের বলে চিহ্নিত করেছে।
মালাডে আগুনের কারণ এখনও জানা যায়নি। কী ভাবে আগুন লেগেছে, খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও হতাহতের খবর মেলেনি।
আরও পড়ুন:
সোমবার মুম্বইয়ে অন্য একটি জায়গাতেও আগুন লেগেছে। মুম্বইয়ের পশ্চিম যোগেশ্বরীর ওশিয়ারার আসবাবের বাজারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর মেলেনি।
#WATCH | Mumbai: Level 2 fire breaks out in the shanties of a slum in Malad's Anand Nagar area. No injuries have been reported. pic.twitter.com/rsH6a9JJ6P
— ANI (@ANI) March 13, 2023