ভারতীয় নাগরিকদের আপাতত নেপাল যেতে বারণ করল বিদেশ মন্ত্রক। যাঁরা সেই দেশে রয়েছেন, তাঁদের ঘরের বাইরে বার হতেও নিষেধ করা হয়েছে। একটি নির্দেশিকা প্রকাশ করে তা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। তারা এ-ও জানিয়েছে, প্রয়োজনে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন নেপালে থাকা ভারতীয়েরা। আপৎকালীন পরিস্থিতিতে নেপালে থাকা ভারতীয়দের যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক।
নেপালে থাকা ভারতীয় সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করল বিদেশ মন্ত্রক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
যুবসমাজের বিক্ষোভে উত্তপ্ত নেপাল। উত্তেজনার পরিস্থিতিতে সেখানে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত ১৯ জন। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। একটি বিবৃতি দিয়ে মঙ্গলবার তারা জানিয়েছে, ‘‘সোমবার থেকে নেপালে যা ঘটছে, তার উপর নজর রেখেছি। অনেক তরুণের প্রাণ গিয়েছে বলে দুঃখিত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।’’ পাশাপাশি, বিদেশ মন্ত্রক নেপালের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের কথাও মনে করিয়েছে। তারা বলেছে, ‘‘নেপালের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আশা করব, উদ্বিগ্নেরা সংযত হবেন এবং শান্তিপূর্ণ ভাবে বিষয়টি কথা বলবেন।’’
আরও পড়ুন:
বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু-সহ বিভিন্ন জায়গায় কার্ফু জারি রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে নেপালে থাকা ভারতীয়দের সাবধানে থাকতে বলেছে তারা। নেপালের প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে বলেছে তাঁদের। প্রসঙ্গত, কাঠমান্ডুর ত্রিভুবন দাস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত হয়েছে। তাই নেপালে অনেক ভারতীয়ই আটকে পড়েছেন। নেপালে এমনিতে ভারত থেকে সব সময়ই বহু মানুষ বেড়াতে যান। তাই সেখানে আটকে পড়া ভারতীয়দের মধ্যে পর্যটকও রয়েছেন বলে খবর। নেপালে আটকে থাকা ভারতীয়দের জরুরি সময়ে যোগাযোগের জন্য দু’টি নম্বর প্রকাশ করেছে দিল্লির দূতাবাস— +৯৭৭-৯৮০৮৬০২৮৮১ এবং +৯৭৭-৯৮১০৩২৬১৩৪। নেপালে আপাতত ভারতীয়দের যেতেও বারণ করে দিয়েছে বিদেশ মন্ত্রক।