৯৮ বছরের যোগগুরু ভি নানাম্মল। ছবি: সংগৃহীত।
সম্প্রতি বাবা রামদেবের হাত ধরে গোটা দেশে যোগচর্চা বহুগুণ বেড়ে গিয়েছে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কর্পোরেট প্রচারের ঢঙে দেশের চিরন্তন এই শরীরচর্চার মাধ্যম এখন ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সারা দুনিয়ার সঙ্গে ভারতের যোগসূত্র নতুন করে গড়ে দিয়েছে এই যোগচর্চা। আজ গোটা বিশ্বের কোটি কোটি মানুষ যোগচর্চায় মেতেছেন। দেশের জনপ্রিয় যোগগুরু রামদেব হলেও হয়তো দেশের প্রবীণতম যোগগুরু ভি নানাম্মল। তামিলনাড়ুর ৯৮ বছরের এই বৃদ্ধা একের পর এক যোগাসন করে তাক লাগিয়ে দিয়েছেন অসংখ্য মানুষকে।
ছোটবেলা থেকেই যোগচর্চা করছেন তিনি। সংসারধর্ম সামলানোর সঙ্গে সঙ্গে তিনি চালিয়ে যাচ্ছেন তাঁর যোগচর্চা। নানাম্মলের পরিবারের প্রায় সকলেই যোগ অনুশীলন করেন নিয়মিত। প্রচারের আলোয় না এলেও যোগ নির্দেশক হিসেবে দীর্ঘ দিন বহু মানুষকে সাহায্য করেছেন তিনি। নানাম্মল জানান, তাঁর কাছে যোগ শিখেছেন প্রায় ১০ লক্ষ ছাত্রছাত্রী। যাঁদের মধ্যে অন্তত ১০ হাজার জন এখন যোগ-প্রশিক্ষক।
আরও পড়ুন: যে ১০ যোগাসন করার পরামর্শ দিলেন নরেন্দ্র মোদী
যোগচর্চায় ব্যস্ত ভি নানাম্মল।
সম্প্রতি তিনি রাষ্ট্রপতির কাছ থেকে নারীশক্তি পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর যোগ-দর্শনও অনেকের থেকে আলাদা। অনেকের কাছেই এখন যোগ হয়ে দাঁড়িয়েছে ঘাম ঝরানোর উপায়। একটানা একশোটা ডন-বৈঠকও দেন অনেকে। কিন্তু নানাম্মলের কথায়, এটা যোগের আসল মন্ত্র নয়। ঘাম ঝরানো বা প্রচুর পরিশ্রমের জন্য যোগ নয়। বরং শরীরের ক্লান্তি দূর করার জন্যই যোগ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy