Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Nadda Slams Rahul

‘রাহুল আমেরিকায় গিয়ে বিদ্বেষের মেগা শপিং মল খুলেছেন’! অভিযোগ বিজেপি সভাপতি নড্ডার

চলতি মাসের শেষেই আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাহুল ছ’দিনের আমেরিকা সফরে গিয়ে ধারাবাহিক ভাবে মোদী সরকারকে নিশানা করছেন।

Rahul gandhi and JP Nadda

কংগ্রেস নেতা রাহুল গান্ধী (বাঁ দিকে), বিজেপি সভাপতি জেপি নড্ডা (ডান দিকে)। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ২২:৪৯
Share: Save:

আমেরিকায় গিয়ে বিদ্বেষের রাজনীতির ‘মেগা শপিং মল’ খুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার এই অভিযোগ করলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। তিনি বলেন, ‘‘উনি (রাহুল) মুখে বলছেন, তিনি ভালবাসার দোকান খুলেছেন। কিন্তু কার্যক্ষেত্রে তিনি হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভাজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’’

চলতি মাসের শেষেই আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাহুল ছ’দিনের আমেরিকা সফরে গিয়ে ধারাবাহিক ভাবে মোদী সরকারকে নিশানা করছেন। শনিবার রাতে নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের একটি আলোচনাসভায় তিনি বলেন, ‘‘বিজেপির বিদ্বেষের রাজনীতিকে ভারত নাকচ করে দিয়েছে। যে ভাবে কর্নাটকে কংগ্রেস বিজেপিকে ধূলিসাৎ করেছে, ঠিক একই ভাবে তেলঙ্গানা ও তার পরে রাজস্থান-ছত্তীসগঢ়-মধ্যপ্রদেশেও কংগ্রেস বিজেপিকে ধূলিসাৎ করতে চলেছে।’’

ওই সভায় রাহুল বলেন, ‘‘শুধু কংগ্রেস নয়। ভারতের মানুষ বিজেপির বিদ্বেষের মতাদর্শকে হারাতে চলেছেন।’’ কর্নাটকে কংগ্রেসের জয় প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমরা কর্নাটকে দেখিয়ে দিয়েছি যে বিজেপিকে ধূলিসাৎ করতে পারি।’’ আগামী লোকসভা ভোটে ভারতবাসী বিজেপির বিদ্বেষের রাজনীতিতে হারাবে বলেও দাবি করেন তিনি।’’ নরেন্দ্র মোদী সরকারের ন’বছর পূর্তি উপলক্ষে একটি বই প্রকাশ করতে গিয়ে বিজেপি সভাপতি নড্ডার বলেন, ‘‘কংগ্রেসের যুবরাজ এক দিকে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলেন, হিন্দু-মুসলিম বিভাজনের কথা বলেন, অন্য দিকে ভালবাসার দোকান চালান বলেও দাবি করেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi JP Nadda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE