আর বছর দুয়েকের অপেক্ষা। তার পর ভারতের সমস্ত রাস্তা আমেরিকার মতো হয়ে যাবে। দেশের সড়ক পরিকাঠামো তৈরি নিয়ে বলতে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। তিনি জানিয়েছেন, গত কয়েক বছর ধরে নিরলস ভাবে তাঁর মন্ত্রক কাজ করে চলেছে। পরিবহণ ব্যবস্থা মসৃণ করতে প্রচুর খরচ করেছে কেন্দ্রীয় সরকার।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নিতিন বলেন, ‘‘এখন আর সংস্কারের (সড়ক) প্রশ্ন নয়, এটা ইতিমধ্যেই বদলে গিয়েছে। আপনারা এখন ট্রেলার দেখেছেন, সিনেমা শুরু হয়নি। ‘পাইপলাইন’-এ থাকা সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে চলেছে। আরও দুই বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন যে, ভারতীয় সড়ক পরিকাঠামো আমেরিকার মতো হবে।’’ তিনি এ-ও জানান, ইতিমধ্যে অনেকেই তাঁকে দেশের বড় বড় রাস্তা দেখে সাধুবাদ জানিয়েছেন। নিতিনের কথায়, ‘‘আমেরিকা থেকে কয়েক জন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা তো বলেই দিলেন যে আমাদের পরিকাঠামো আমেরিকার চেয়েও ভাল।’’
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রীর দাবি, মোদী সরকারের আমলে সরবরাহ খরচ অনেক কমে গিয়েছে। কারণ, তারা রাস্তাঘাট শুধুই ভাল নয়, ঝকঝকে করে দিয়েছেন। এ জন্য রফতানির প্রতিযোগিতা আরও বেড়ে গিয়েছে। আর রাস্তাঘাট ঝকঝকে হয়ে যাওয়ায় কৃষিব্যবস্থাও তার সুফল ভোগ করছে। নিতিনের কথায়, ‘‘যদি আমরা আমাদের রফতানি বৃদ্ধি করি, তা হলে আমাদের কৃষি, উৎপাদন ক্ষেত্র এবং পরিষেবা ক্ষেত্রেও উন্নতি হবে। এবং সেটাই হচ্ছে।’’
নিতিনের দাবি, আগে ভারতের রাস্তাঘাট ভাল ছিল না। তাই ব্যবসায়িক ক্ষেত্রে পিছিয়ে ছিল দেশ। তিনি বলেন, ‘‘আমাদের রাস্তা ভাল ছিল না, বন্দর ভাল ছিল না, ট্র্যাফিক যানজটের জন্য ব্যয়বৃদ্ধি হত। চিনে যেখানে ‘লজ়িস্টিক কস্ট’ ছিল ৮ শতাংশ, সেখানে ভারতের ছিল ১৬ শতাংশ।’’ মন্ত্রীর দাবি, সেখান থেকে মোদী সরকার ‘লজিস্টিক কস্ট’ ৯ শতাংশে নামিয়ে এনেছে।