Advertisement
০৮ মে ২০২৪
maharashtra

Maharashtra Politics: মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার নাম করে বিজেপি বিধায়কের থেকে ১০০ কোটি, ধৃত চার

রাহুলের দাবি, প্রতারণাচক্রের হদিস পাওয়ার উদ্দেশ্যে রিয়াজকে সরাসরি ‘না’ বলেননি তিনি। বরং দরাদরি শুরু করেন। বিষয়টি জানান দলকেও।

প্রতারকদের পাকড়াও করালেন বিজেপি বিধায়ক রাহুল কুল।

প্রতারকদের পাকড়াও করালেন বিজেপি বিধায়ক রাহুল কুল। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৯:৪৪
Share: Save:

একনাথ শিন্ডের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বিধায়কের থেকে ১০০ কোটি টাকা চাওয়ার অভিযোগ উঠল মহারাষ্ট্রে। বিজেপির ওই বিধায়কের দায়ের করা এফআইআরের ভিত্তিতে প্রতারণার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুণে জেলার দৌন্দের বিজেপি বিধায়ক রাহুল কুলের অভিযোগ, গত ১৬ জুলাই এক ব্যক্তি তাঁকে ফোন করে রিয়াজ শেখ নামে পরিচয় দিয়েছিলেন। রিয়াজ প্রস্তাব দিয়েছিলেন, ১০০ কোটি টাকা দিলে এক প্রভাবশালী রাজনীতিকের মাধ্যমে মহারাষ্ট্র মন্ত্রিসভায় রাহুলকে জায়গা পাইয়ে দেবেন তাঁরা। ২০ কোটি টাকা অগ্রিমও চেয়েছিলেন রিয়াজ।

রাহুলের দাবি, প্রতারণাচক্রের হদিস পাওয়ার উদ্দেশ্যে রিয়াজকে সরাসরি ‘না’ বলেননি তিনি। বরং দরাদরি শুরু করেন। পাশাপাশি, বিষয়টি জানান মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বকে। দলের নির্দেশ পেয়ে মুম্বই পুলিশের মেরিন ড্রাইভ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। এর পর ১৮ কোটি টাকা অগ্রিম দেওয়ার টোপ দিয়ে রিয়াজকে একটি হোটেলে ডাকেন রাহুল। সেখানেই পুলিশ রিয়াজ এবং তাঁর তিন সঙ্গীকে গ্রেফতার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE