Advertisement
১৮ মে ২০২৪

কমলাক্ষকে হুমকি

শহরের একটি পরিত্যক্ত সিনেমা হলে বোমা রাখার হুমকি দিল বিএলএফ নামে জঙ্গি সংগঠন। একইসঙ্গে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মোবাইলে মেসেজ পাঠিয়ে বলা হল, ৫ সেপ্টেম্বরের মধ্যে ৫০ লক্ষ টাকা না দেওয়া হলে গোটা করিমগঞ্জে অশান্তি ছড়িয়ে দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ ও গুয়াহাটি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০২:৩৮
Share: Save:

শহরের একটি পরিত্যক্ত সিনেমা হলে বোমা রাখার হুমকি দিল বিএলএফ নামে জঙ্গি সংগঠন। একইসঙ্গে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মোবাইলে মেসেজ পাঠিয়ে বলা হল, ৫ সেপ্টেম্বরের মধ্যে ৫০ লক্ষ টাকা না দেওয়া হলে গোটা করিমগঞ্জে অশান্তি ছড়িয়ে দেওয়া হবে। কয়েক দিন আগে গৌতম রায়, সিদ্দেক আহমেদ, জালালউদ্দিন আহমেদকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ওই সংগঠনটিই। কমলাক্ষবাবু জানিয়েছেন, তিনি এই বিষয়টি রাজ্য পুলিশের কর্তাদের জানিয়েছেন। পাশাপাশি, আজ শহরের বোমা রাখার কথা জানিয়ে এক সাংবাদিকের মোবাইলে মেসেজ করা হয়। পুলিশ দু’টি বিষয়ই খতিয়ে দেখছে।

অন্য দিকে, পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল এক জিএনএলএ জঙ্গির। পুলিশ জানায়, জিএনএলএ পুলিশ কনভয়ে হামলার পরিকল্পনা করেছিল। সেই মতো দক্ষিণ গারো হিল পুলিশের কাছে ষড়যন্ত্র করে খবর পাঠানো হয়, দাবালগ্রে গ্রামে এক জখম জঙ্গির দেহ পড়ে রয়েছে। পুলিশ কম্যান্ডোরা দেহের সন্ধানে গ্রামের কাছাকাছি আসতেই লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে থাকে। জওয়ানরাও পাল্টা গুলি চালান। কিছুক্ষণ গুলির লড়াইয়ের পরে জঙ্গিরা পালায়। ঘটনাস্থল থেকে এক জঙ্গির গুলিবিদ্ধ মৃতদেহ মেলে।

পূর্ব কার্বি আংলং জেলার নলবাড়িগাঁওতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কেপিএলটি জঙ্গির মৃত্যু হয়। ঘটনাস্থলে মেলে একটি পিস্তল, গ্রেনেড। শিবসাগরে চেকেরাপার এলাকায় বাকসু কটকিচুক এলাকায় টিফিন বাক্সে আইইডি মিলেছে। সন্দেহ করা হচ্ছে, তেলের পাইপলাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য আলফা স্বাধীন বোমাটি এনেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kamalaksha Dey Purakayastha Threat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE