Advertisement
১৭ মে ২০২৪

শ্লীলতাহানীর প্রতিবাদ করে মৃত্যু বিধায়কের বোনের

শ্লীলতাহানীর প্রতিবাদ করায় কয়েকদিন আগে দুষ্কৃতীদের হাতে জখম আরজেডি বিধায়কের বোন শৈলদেবী আজ হাসপাতালে মারা গিয়েছেন। বিহারের ভোজপুর জেলার কেশোপুরের এই ঘটনার প্রতিবাদে বিধায়ক সরোজ যাদবের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা আরা-পটনা সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ২২:১২
Share: Save:

শ্লীলতাহানীর প্রতিবাদ করায় কয়েকদিন আগে দুষ্কৃতীদের হাতে জখম আরজেডি বিধায়কের বোন শৈলদেবী আজ হাসপাতালে মারা গিয়েছেন। বিহারের ভোজপুর জেলার কেশোপুরের এই ঘটনার প্রতিবাদে বিধায়ক সরোজ যাদবের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা আরা-পটনা সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে। বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক। তিনি বলেন, ‘‘যে রাজ্যে বিধায়কের বোনই সুরক্ষিত নয়, সেখানে বাকিদের কী অবস্থা তা ভাবতে কষ্ট হচ্ছে। সরকার মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’’

গত ৯ এপ্রিল স্থানীয় চাঁদি এলাকায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন শৈলদেবী। চিকিৎসকের কাছ থেকে ফেরার সময়ে অটোতে ওঠেন তিনি। কিছুক্ষণ পরেই অটোচালক এবং চার জন তাঁকে উত্যক্ত করতে শুরু করেন। রাস্তার পাশে অটো রেখে শ্লীলতাহানীর চেষ্টাও হয়। শৈলদেবী প্রতিবাদ করলে রড দিয়ে আক্রমণ করা হয়। নিজেকে বিধায়কের বোন বলে পরিচয় দিলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। দুষ্কৃতীরা তাঁকে মারধর করে রাস্তার পাশে ফেলে পালায়। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ অটোচালক সন্তোষ সিংহ-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তবে অভিযুক্তরা ফেরার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

molestation MLAs sister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE