ভারত-পাক ‘উত্তেজনা’র মাঝে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আবারও মক ড্রিল হবে। নামকরণ করা হয়েছিল, ‘অপারেশন শিল্ড’। বৃহস্পতিবার সন্ধ্যায় অসামরিক মহড়ার আয়োজন করা হয়েছিল রাজস্থান, গুজরাত, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও জম্মু-কাশ্মীরে। তবে তা আপাতত ‘স্থগিত’ করা হয়েছে।
আরও পড়ুন:
এর আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, ৭ মে দেশের ২৪৪টি জায়গায় আসামরিক মহড়া করবে। তবে ৬ মে মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। আঘাত হানা হয় পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিতে। পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতের সীমান্তবর্তী এলাকায়। চার দিন ধরে চলার পরে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়। তার পরে ফের বৃহস্পতিবার মহড়া হওয়ার কথা ছিল।আপাতত তা স্থগিত রাখা হচ্ছে। পঞ্জাব সরকার জানিয়েছে, আগামী ৩ জুন ওই রাজ্যে মক ড্রিল ও ব্ল্যাক আউট করা হবে। বাকি রাজ্যে কবে হবে মহড়া, তা এখনও পর্যন্ত জানা যায়নি।