বিহারের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মোদী সরকার রাজ্যের জন্য দু’টি রেল ও সড়ক প্রকল্প মঞ্জুর করল। তার সুফল পেল পশ্চিমবঙ্গও।
বিহারের ভাগলপুর থেকে দুমকা হয়ে রামপুরহাট পর্যন্ত রেললাইনকে ‘ডাবলিং’ করার জন্য আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩,১৬৯ কোটি টাকার প্রকল্প মঞ্জুর করেছে। প্রায় ১৭৭ কিলোমিটার দীর্ঘ এই রেল প্রকল্প বিহার থেকে শুরু হয়ে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের বীরভূম পর্যন্ত যাবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এর ফলে পশ্চিমবঙ্গের তারাপীঠ ও দেওঘরে বৈদ্যনাথধাম মন্দিরের মতো পর্যটন কেন্দ্রে রেল সংযোগ ব্যবস্থার উন্নতি হবে। হাজার হাজার তীর্থযাত্রীর জন্য যাতায়াতের সুবিধা হবে। এখন জামালপুর থেকে মেল, এক্সপ্রেস ট্রেন মূলত মালদা হয়ে রামপুরহাট ছুঁয়ে হাওড়া পর্যন্ত যায়। ভাগলপুর থেকে দুমকা হয়ে রামপুরহাট পর্যন্ত রেললাইন ডাবলিং হয়ে গেলে বিপুল পরিমাণে যাত্রী ও পণ্য পরিবহণ বেড়ে যাবে। তিন বছরের মধ্যে এই রেল প্রকল্পের কাজ শেষ করে ফেলার লক্ষ্য নেওয়া হচ্ছে।
বিহারের জন্য আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি মোকামা থেকে মুঙ্গের পর্যন্ত চার লেনের সড়ক প্রকল্পও মঞ্জুর করেছে। বক্সার থেকে ভাগলপুর ‘হাই-স্পিড করিডর’-এর অংশ এই নতুন ৮২ কিলোমিটার দীর্ঘ সড়ক তৈরিতে খরচ হবে প্রায় ৪,৪৪৭কোটি টাকা। সূত্রের খবর, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের গোড়ায় নির্বাচন কমিশন বিহারের ভোট ঘোষণা করে দিতে পারে। তার পরে আদর্শ আচরণবিধি জারি হবে। তার আগে বিহারের জন্য কেন্দ্রীয় সরকার আরও কিছু উপহার ঘোষণা করবে। রেলমন্ত্রীর অবশ্য যুক্তি, তৃতীয় মোদী সরকার এখনও অবধি ১০ লক্ষ কোটি টাকার বেশি পরিকাঠামো প্রকল্প মঞ্জুর করেছে। সেই তালিকায় সবরাজ্যই রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)