পূজ্য বাপু। শান্তি। বিকশিত ভারত। সব কি বিমা, সব কি সুরক্ষা।
শুকনো রসকষহীন ইংরেজি নামকরণ নয়। মোদী সরকার এ বার নতুন আইন তৈরিতে নতুন ধরনের নামকরণ করতে চলেছে। তা করতে গিয়ে একশো দিনের কাজের প্রকল্পের আইন বা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি আইনের নাম বদলে দিতে চলেছে মোদী সরকার। তার নতুন নাম হবে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা’। মহাত্মা গান্ধী সরিয়ে পূজ্য বাপু করার প্রস্তাবে তৃণমূল অভিযোগ তুলেছে, গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া ‘মহাত্মা’ নাম মুছে দিতে চাইছে বিজেপি। সরকারি সূত্রের খবর, সংসদে বিল এনে ন্যূনতম কাজের গ্যারান্টি ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হবে। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলে সিলমোহর দিয়েছে।
একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা আরও তিনটি বিলে সিলমোহর দিয়েছে। এই তিনটি বিলেরও অভিনব নামকরণ করা হয়েছে।
পরমাণু বিদ্যুৎ আইন ও পরমাণু চুল্লিতে দুর্ঘটনায় দায়বদ্ধতা আইনে সংশোধন করতে পরমাণু বিদ্যুৎ বিল সংসদে পেশ করা হবে। এর নাম হবে ‘শান্তি’ বা ‘সাসটেনেবল হারনেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া’ বিল। মোদী সরকারের লক্ষ্য, পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে আমেরিকার বেসরকারি সংস্থার থেকে পরমাণু চুল্লি আমদানির রাস্তা খোলা। বিমা ক্ষেত্রে বিদেশি লগ্নির মাত্রা ৭৪ শতাংশ থেকে বাড়িয়ে মোদী সরকার ১০০ শতাংশ করতে চাইছে। বিমা আইনে সেই সংশোধনী বিলের নাম হবে ‘সব কি বিমা, সব কি সুরক্ষা’ বিল। ইউজিসি-র মতো উচ্চশিক্ষা ক্ষেত্রে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাকে এক করে একটিই নিয়ন্ত্রক সংস্থা করতে চাইছে মোদী সরকার। সেই বিলের নাম হবে ‘বিকশিত ভারত শিক্ষা অধীক্ষক’ বিল। মোদী সরকার সংসদের শীতকালীন অধিবেশনে এই বিলগুলি পেশ করতে চাইছে। সংসদের অধিবেশন চলছে বলে বিলে মঞ্জুরি নিয়ে কোনও সরকারি ভাবে ঘোষণা হয়নি।
একশো দিনের কাজের প্রকল্পের আইনের নামের গোড়ায় মহাত্মা গান্ধী সরিয়ে কেন পূজ্য বাপু করা হচ্ছে, তা নিয়ে অবশ্য ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিরোধিতাও শুরু হয়েছে। তৃণমূল এ নিয়ে আপত্তি তুলে বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গান্ধীজিকে ‘মহাত্মা’ বলেছিলেন। মোদী সরকার সেই মহাত্মা শব্দ মুছে দিতে চাইছে। পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, বিজেপি মনরেগা প্রকল্পে পশ্চিমবঙ্গের টাকা আটকে রেখেছে। কিন্তু বাংলার প্রতি বিজেপির এতই ঘৃণা যে, রবীন্দ্রনাথের ঐতিহ্য মুছে দিতে চাইছে। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংসদে এই বিলের বিরোধিতা হবে। তৃণমূলের অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর ‘বন্দে মাতরম্’ থেকে কিছু স্তবক বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সংসদে নরেন্দ্র মোদী তথা বিজেপি একে সংখ্যালঘু তোষণ বলে রবীন্দ্রনাথের অপমান করেছেন। এ বার ফের রবীন্দ্রনাথের অপমানকরা হচ্ছে।
ইউপিএ সরকারের আমলে ২০০৫ সালে একশো দিনের কাজের প্রকল্প চালু হয়েছিল। কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে একে ‘গাড্ডা খোঁড়ার প্রকল্প’ বলে কটাক্ষ করেছিলেন। কোভিডের সময় ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্পই শেষ সহায় হয়ে উঠেছিল। এখন সেই প্রকল্পের নতুন নামকরণ করে মোদী তাতে নিজের সিলমোহর দিতে চাইছেন। এর আগে তিনি ইউপিএ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পেরও নাম বদলে দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)