আর দেরি নয়। সম্পর্কে শৈত্য কেটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফিরে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৃণমূল নেত্রীর সম্পর্কের পুরনো উষ্ণতাও। দু’দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি সংক্রান্ত বিলটি সংসদে পাশ হয়েছে সদ্য। আর এই তিনের নিট ফল, আগামী মাসের প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা, ঢাকায় গিয়ে দু’জনে ওই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরের কথা হয়েছে। মমতা নীতিগত ভাবে প্রধানমন্ত্রীকে এই সফরের বিষয়ে সম্মতি দিয়ে দিয়েছেন। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। গত ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকা সফরকারী প্রতিনিধিদল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মমতা। তিস্তা চুক্তি নিয়ে তখন উত্তপ্ত ছিল কেন্দ্র-রাজ্য সম্পর্ক। মোদী ক্ষমতায় আসার পর বদলেছে পরিস্থিতি। ফেব্রুয়ারি মাসে নিজে ঢাকায় গিয়ে মমতা ঘোষণা করেছিলেন, স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়িত করতে সহযোগিতা তিনি করবেন। মোদীও অপেক্ষা করছিলেন এই চুক্তি সংক্রান্ত বিলটি পাশ হলেই বাংলাদেশ সফরে যাওয়ার জন্য। জটিলতার পর্ব শেষে এখন খোঁজ চলছে সুবিধাজনক তারিখের।