এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে কামড় দেওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বঙ্গজয়ের নকশা বানানোর কাজটা তিনি শুরু করে দিলেন কলিঙ্গে। ভুবনেশ্বরে। বলা ভালো, এটাই হতে চলেছে বিজেপি’র ‘লুক ইস্ট পলিসি’!
যে-ওড়িশায় আজ পর্যন্ত এক বারও ক্ষমতায় আসেনি বিজেপি, সেখানেও তিনি কতটা জনপ্রিয়, বিমানবন্দর থেকে টানা ৮ কিলোমিটার ‘রোড শো’য়ে তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী।
শনিবার বিজু পট্টনায়েক বিমানবন্দর থেকে বেরিয়েই তাঁর বুলেট-প্রুফ গাড়ির পাদানিতে দাঁড়িয়ে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের অভিবাদন কুড়োলেন প্রধানমন্ত্রী। কানায় কানায় ভর্তি ছিল এ দিন বিমানবন্দর থেকে জনতা ময়দান পর্যন্ত টানা ৮ কিলোমিটার রাস্তার দু’পাশ। এত ভিড় যে, বিমানবন্দর থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী মোদীর জনতা ময়দানে পৌঁছতে সময় লাগল পাক্কা দেড় ঘণ্টা। মাঝে অবশ্য মিনিট পনেরোর জন্য গিয়েছিলেন রাজভবনে, একটি অনুষ্ঠানে। টানা ৮ কিলোমিটার রাস্তায় জনতার চাপেই, বারে বারে থামাতে হয়েছে প্রধানমন্ত্রীর গাড়ি। মানুষের প্রবল উৎসাহ দেখে গাড়ি থেকে নেমে ব্যারিকেড পেরিয়ে, দেহরক্ষীদের সরিয়ে দিয়ে এগিয়ে গিয়ে জনতার সঙ্গে এ দিন হাতও মিলিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। নির্ভয়ে, নিঃসঙ্কোচে। আর রাস্তার দু’পাশে দাঁড়ানো মানুষ তাঁর উদ্দেশে ছুড়ে দিয়েছেন ফুল, মালা। ওই পুষ্পবৃষ্টির মধ্যেই শনিবার ‘মোদী মোদী’ ধ্বনিতে ভরে যায় ভুবনেশ্বরের আকাশ, বাতাস। হয়ে ওঠে ‘মোদীময়’!