Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Monsoon

Monsoon: কেরলে এল বর্ষা, স্বাভাবিক বৃষ্টি হবে দেশে, জানাল মৌসম ভবন

নির্দিষ্ট সময়ের দু’দিন পরে এলেও চলতি মরশুমে স্বাভাবিক বৃষ্টি হবে বলেই জানিয়েছে ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।

 কেরলে এল বর্ষা

কেরলে এল বর্ষা ছবি সৌজন্যে পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৮:০০
Share: Save:

মৌসম ভবনের পূর্বাভাস মতো ৩ জুনই কেরলে বর্ষা এল। অর্থাৎ নির্দিষ্ট সময়ের দু’দিন পরে দেশে পা দিল মৌসুমি বায়ু। দু’দিন পরে এলেও চলতি মরসুমে স্বাভাবিক বৃষ্টি হবে বলেই জানিয়েছে ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।

বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই-কে আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ‘‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কেরলের দক্ষিণ অংশে পা দিয়েছে। সব মিলিয়ে দেশে বর্ষার স্থায়িত্ব স্বাভাবিক থাকবে।’’

বৃষ্টির পরিমাণ বেশি বা কম বিচারের জন্য এলপিএ (লং টাইম অ্যাভারেজ) বা দীর্ঘকালীন গড়কে মানদণ্ড হিসাবে ধরা হয়। শেষ দশ বছরে বৃষ্টির পরিমাণের গড় করে এই মানদণ্ড ঠিক করা হয়। সাধারণত বৃষ্টির পরিমাণ ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে থাকলেই সেটিকে স্বাভাবিক বলা হয়। সেই গড়ের হিসাবেই দেখা গিয়েছে ৪ শতাংশের হেরফেরে দেশে বৃষ্টি হতে পারে ১০১ শতাংশের মতো। এ ক্ষেত্রে তাই স্বাভাবিক বর্ষাকালের কথাই জানিয়েছে হাওয়া অফিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monsoon kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE