Advertisement
৩০ মার্চ ২০২৩
Morbi

মোরবী সেতু বিপর্যয়কাণ্ডে ওরেভাকর্তা জয়সুখের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত

পুলিশের দাবি, সেতু বিপর্যয়ের পর থেকেই পলাতক ছিলেন জয়সুখ। গত মাসে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মোরবীর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এমজে খান।

Picture of Oreva Group MD Jaysukh Patel and Morbi Bridge

জয়সুখ পটেলের সংস্থার বিরুদ্ধে মোরবী সেতুর সংস্কারকাজের অর্থ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫০
Share: Save:

গুজরাতের মোরবী সেতু বিপর্যয়কাণ্ডে অন্যতম অভিযুক্ত ওরেভা গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ পটেলকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত। মঙ্গলবার মোরবীর মুখ্য বিচার বিভাগীয় আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। বুধবার তাঁকে এক সপ্তাহ পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

Advertisement

ব্রিটিশ আমলের মোরবী সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল জয়সুখের সংস্থা ওরেভা গোষ্ঠী। তবে গত বছরের অক্টোবরে ওই সেতু ভেঙে পড়ে ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন ১৮০ জনের বেশি। অভিযোগ, মেরামতির জন্য দীর্ঘ দিন ধরে সেতু বন্ধ থাকলেও সে কাজে অবহেলা করা হয়েছে। যথাযথ সংস্কার ছাড়াই তা খুলে দেওয়া হয়। অন্য দিকে, এই সংস্কার কাজের অর্থ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ হলেও জয়সুখের সংস্থা ১২ লক্ষ টাকা খরচ করেছিল বলে অভিযোগ।

পুলিশের দাবি, সেতু বিপর্যয়ের পর থেকেই পলাতক ছিলেন জয়সুখ। গত মাসে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মোরবীর মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এমজে খান। এর পর গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদনও করেছিলেন জয়সুখ। ইতিমধ্যে এই সেতু বিপর্যয়কাণ্ডে জয়সুখকে মূল অভিযুক্ত হিসাবে দাবি করে ১,২৬২ পাতার চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.