Advertisement
E-Paper

দেশে এক লক্ষেরও বেশি স্কুলে মাত্র এক জন শিক্ষক! সবচেয়ে খারাপ পরিস্থিতি কোন রাজ্যে? কী বলছে কেন্দ্রের পরিসংখ্যান

প্রাথমিকে শিক্ষার ক্ষেত্রে প্রতি ৩০ জন পড়ুয়াপিছু এক জন শিক্ষক থাকা প্রয়োজন। কেন্দ্রের পরিসংখ্যান অনুসারে দেশে এক লক্ষেরও বেশি স্কুলে সর্বসাকুল্যে এক জন করে শিক্ষক রয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৬:০৮
দেশে কতগুলি স্কুলে এক জন করে শিক্ষক রয়েছেন, সেই তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্র।

দেশে কতগুলি স্কুলে এক জন করে শিক্ষক রয়েছেন, সেই তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্র। —ফাইল চিত্র।

দেশে এক লক্ষেরও বেশি স্কুলে শিক্ষক রয়েছেন মাত্র এক জন। ওই স্কুলগুলিতে পড়াশোনা করে সাড়ে ৩৩ লক্ষেরও বেশি পড়ুয়া। এই ধরনের স্কুলের সংখ্যা সবচেয়ে বেশি অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য বলছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের হিসাবে দেশে মোট ১,০৪,১২৫টি স্কুলে এক জন করে শিক্ষক রয়েছেন। ওই স্কুলগুলিতে ৩৩,৭৬,৭৬৯ জন পড়ুয়া ভর্তি রয়েছে। অর্থাৎ, এই ধরনের প্রতিটি স্কুলে গড়ে ৩৪ জন করে পড়ুয়া পড়াশোনা করে।

শিক্ষার অধিকার আইন অনুসারে, প্রাথমিকে (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) শিক্ষার ক্ষেত্রে প্রতি ৩০ জন পড়ুয়া পিছু এক জন করে শিক্ষক থাকা উচিত। উচ্চপ্রাথমিকের ক্ষেত্রে প্রতি ৩৫ জন পড়ুয়াপিছু এক জন করে শিক্ষক থাকলে, সেটি আদর্শ ছাত্র-শিক্ষক অনুপাত হিসাবে ধরা হয়। অথচ দেশে লক্ষাধিক স্কুলে সর্বসাকুল্যে এক জন করে শিক্ষক রয়েছেন। কেন্দ্রের তথ্য অনুসারে, এই ধরনের স্কুল সবচেয়ে বেশি রয়েছে অন্ধ্রপ্রদেশে। তার পরেই রয়েছে উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড। আবার এক জন করে শিক্ষক থাকা এই স্কুলগুলিতে সবচেয়ে বেশি পড়ুয়া রয়েছে উত্তরপ্রদেশে। তার পরেই রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, মাত্র এক জন শিক্ষক রয়েছেন, অন্ধ্রপ্রদেশে এমন স্কুলের সংখ্যা ১২,৯১২। উত্তরপ্রদেশে এই ধরনের স্কুল আছে ৯,৫০৮টি, ঝাড়খণ্ডে রয়েছে ৯,১৭২টি, মহারাষ্ট্রে রয়েছে ৮,১৫২টি এবং কর্নাটকে আছে ৭,৩৪৯টি। মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপে এক জন শিক্ষক নিয়ে চলা স্কুল রয়েছে ৭,২১৭টি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটি ৬,৪৮২। এ ছাড়া রাজস্থানে ৬,১১৭টি, ছত্তীসগঢ়ে ৫,৯৭৩টি এবং তেলঙ্গানায় ৫,০০১টি এই ধরনের স্কুল রয়েছে।

উত্তরপ্রদেশে এক জন শিক্ষক নিয়ে চলা এই স্কুলগুলিতে রয়েছে ৬,২৪,৩২৭ জন পড়ুয়া। ঝাড়খণ্ডে এই ধরনের স্কুলগুলিতে ৪,৩৬,৪৮০ জন পড়ুয়া ভর্তি রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২,৩৫,৪৯৪ জন পড়ুয়া এই স্কুলগুলিতে পড়াশোনা করে। কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ অনুসারে, রাজ্যে এমন স্কুলগুলিতে গড়ে ৩৬ জন করে পড়ুয়া পড়াশোনা করে। এ ছাড়া মধ্যপ্রদেশে এমন স্কুলগুলিতে ২,২৯,০৯৫ জন, কর্নাটকে ২,২৩,১৪২ জন, অন্ধ্রপ্রদেশে ১,৯৭,১১৩ জন এবং রাজস্থানে ১,৭২,০৭১ জন পড়ুয়া ভর্তি রয়েছে।

অন্য দিকে, দিল্লিতে এই ধরনের স্কুল রয়েছে মাত্র ৯টি। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে চারটি এমন স্কুল রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে দিল্লিতে মাত্র ৯টি এমন স্কুল থাকলেও, এই ধরনের স্কুলগুলিতে গড় ছাত্রসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানেই রয়েছে দিল্লি। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, এক জন শিক্ষক থাকা স্কুলগুলিতে গড় পড়ুয়ার নিরিখে সকলের আগে রয়েছে চণ্ডীগড়। সেখানে এই ধরনের স্কুলগুলিতে গড়ে ১,২২২ পড়ুয়া ভর্তি রয়েছে। তার পরেই রয়েছে দিল্লি। সেখানে এক জন শিক্ষকে চলা স্কুলগুলিতে গড় পড়ুয়া সংখ্যা ৮০৮।

তবে কেন্দ্রের পরিসংখ্যান অনুসারে, গত কয়েক বছরে এই ধরনের স্কুলের সংখ্যা কমেছে দেশে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশে এমন স্কুলের সংখ্যা ছিল ১,১৮,১৯০টি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তা কমে হয় ১,১০,৯৭১টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তা আরও কমে ১,০৪,১২৫ হয়েছে।

Schools Ministry of Education Teachers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy