Advertisement
E-Paper

কেজরীওয়ালের বাড়ি থেকে তাজা কার্তুজ-সহ গ্রেফতার এক

উদ্দেশ্য ছিল ‘জনতার দরবার’এ যোগ দেওয়া। ওয়াকফ বোর্ড থেকে পাওয়া ভাতা বাড়ানোর দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন তাঁরা। ওই প্রতিনিধি দলেই ছিলেন মহম্মহ ইমরান নামে ৩৯ বছরের ওই ব্যক্তি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৫:৪৯
মহম্মদ ইমরান। (ইনসেটে) কেজরীবাল।— নিজস্ব চিত্র।

মহম্মদ ইমরান। (ইনসেটে) কেজরীবাল।— নিজস্ব চিত্র।

গত সপ্তাহেই লঙ্কা-গুঁড়ো আক্রমণের মুখে পড়েছিলেন। আর এ বার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের সঙ্গে দেখা করতে আসা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল তাজা কার্তুজ।

সোমবার মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে এসেছিল এক প্রতিনিধি দল। উদ্দেশ্য ছিল ‘জনতার দরবার’এ যোগ দেওয়া। ওয়াকফ বোর্ড থেকে পাওয়া ভাতা বাড়ানোর দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন তাঁরা। ওই প্রতিনিধি দলেই ছিলেন মহম্মহ ইমরান নামে ৩৯ বছরের ওই ব্যক্তি।

ইমরানের আচরণ দেখে সন্দেহ হয় নিরাপত্তা রক্ষীদের। তল্লাশি শুরু করতেই ইমরানের ব্যাগ থেকে একটি তাজা কার্তুজ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। স্থানীয় একটি মসজিদে কেয়ারটেকারের কাজ করেন ইমরান। পুলিশের জেরায় ওই ব্যক্তি জানিয়েছেন, কয়েক মাস আগে মসজিদের অনুদান বাক্স থেকে এই কার্তুজটি তিনি পেয়েছিলেন।

আরও পড়ুন: ‘শিশুদের যৌনমিলনে বাধ্য করা হচ্ছে , আপনারা বলছেন কিছু হয়নি?’ বিহার সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের

ধৃত ওই ব্যক্তি দাবি করেছেন, প্রথমে তিনি ভেবেছিলেন যমুনা নদীতে কার্তুজটা ফেলে দেবেন। কিন্তু পরে পরিকল্পনা বদলে নিজের ব্যাগে তা রেখে দেন।

আরও পড়ুন: রেলকর্মীদের প্রচুর বেতন, ভাতা বাড়ানোর সুপারিশ সপ্তম বেতন কমিশনে

গত মঙ্গলবারই দিল্লির সচিবালয়ের মধ্যে নিজ দফতরের বাইরেই কেজরীর মুখ লক্ষ্য করে এক ব্যক্তি লঙ্কার গুঁড়ো ছুড়ে মেরেছিলেন। এক সপ্তাহের মধ্যে ফের এমন একটি। কী ভাবে মুখ্যমন্ত্রীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে বার বার এমন ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ঘটনার পর দিল্লি পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছে আপ নেতৃত্ব। দলের তরফে অভিযোগ তোলা হয়েছে, দিল্লি পুলিশের চূড়ান্ত গাফিলতির জেরেই বার বার এমন কাণ্ড ঘটেছে।

(রাজনীতি, অর্থনীতি, ক্রাইম - দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে দেশ বিভাগে ক্লিক করুন।)

Arvind Kejriwal Bullet Janta Durbar Delhi Chief Minister অরবিন্দ কেজরীবাল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy