স্বামীপ্রসাদ মৌর্য, ধর্মসিংহ সাইনি, দারা সিংহ চৌহানের শিবির বদল দিয়ে যে ‘খেলা’ শুরু হয়েছিল উত্তরপ্রদেশে, এ বার তা দ্বিতীয় অর্ধে। বিজেপি-র পর এ বার ধাক্কা খাওয়ার পালা অখিলেশের সমাজবাদী পার্টি (এসপি)-র। বুধবার সকালে পদ্ম পতাকা তুলে নিলেন মুলায়ম সিংহ যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব।
উত্তরপ্রদেশে ভোট আসছে। আর যথারীতি শুরু হয়ে গিয়েছে দলবদলের পালা। প্রথম অর্ধে যোগী মন্ত্রিসভার তিন মন্ত্রী-সহ একাধিক বিধায়ককে ছিনিয়ে নিজের দিকে টেনে বিজেপি-কে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছিলেন অখিলেশ। এ বার পাল্টা দিল বিজেপি। মুলায়মের ছোট ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা যোগ দিলেন বিজেপি-তে। যা সমাজবাদী পার্টির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।