Advertisement
১৮ মে ২০২৪

ব্রিটিশ আমলের সেতু ভেঙে যাত্রিবোঝাই বাস নদীতে, মৃত ২, নিখোঁজ ২০

মুম্বই-গোয়া হাইওয়েতে ব্রিজ ভেঙে ২২ জন যাত্রী-সহ নদীগর্ভে তলিয়ে গেল দু’টি বাস। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রাইগাদ জেলার মাহাদ শহরের কাছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ১০:২৫
Share: Save:

মুম্বই-গোয়া হাইওয়েতে ব্রিজ ভেঙে ২২ জন যাত্রী-সহ নদীগর্ভে তলিয়ে গেল দু’টি বাস। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রাইগাদ জেলার মাহাদ শহরের কাছে। ঘটনায় ২ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। নিখোঁজ ২০ জন যাত্রী।

সংবাদ সংস্থা সুত্রে খবর, গতকাল রাতে হঠাৎই সাবিত্রী নদীর ওপর অবস্থিত ব্রিটিশ আমলের সেতুটি ভেঙে পড়ে। এই মুহূর্তে এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দফতরের তিনটি দল। এখনও পর্যন্ত নিখোঁজদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। ভারি বর্ষণের জন্য বারবার ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।

স্থানীয় সূত্রে খবর, কয়েক দিনের ভারি বৃষ্টির ফলে সাবিত্রী নদীর জল ফুলে ফেঁপে উঠেছিল। সম্ভবত পুরোনো ব্রিজটি জলের ধাক্কা সহ্য করতে না পেরেই ভেঙে পড়েছে। দুর্ঘটনার ফলে হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অচলাবস্থা কাটাতে যত দ্রুত সম্ভব অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

দেখুন ভি়ডিও:

আরও পড়ুন: জিএসটি দেরির দায় নেবে না কংগ্রেস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai-Goa Highway Bridge Collapses
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE