গাজ়ার চিকিৎসক বলে পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে ঘটকালির সাইটে আলাপ। ছ’লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল তরুণের বিরুদ্ধে। মুম্বইয়ের এই ঘটনায় পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন পেশায় আইনজীবী ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ মোতাবেক, গত জুলাই মাসে ঘটকালির একটি ওয়েবসাইটে তরুণীর সঙ্গে আলাপ হয় মোহিত নামের ওই যুবকের। অস্থিরোগ বিশেষজ্ঞ হিসাবে নিজের পরিচয় দিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, আমেরিকার একটি মানবাধিকার সংগঠনের হয়ে গাজ়া ভূখণ্ডে চিকিৎসা করেন তিনি। দু’জনের আলাপে স্থির হয়, মুখোমুখি দেখা করবেন তাঁরা।
আরও পড়ুন:
তরুণীর অভিযোগ, নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেওয়া ওই তরুণ জানান, তিনি যে সংগঠনের হয়ে চিকিৎসা করেন, একটি আইনি পরামর্শকারী সংস্থা সেটির হয়ে কাজ করে। ওই সংস্থাকে টাকা পাঠালে তিনি ভারতে ফিরতে পারবেন বলে জানান ওই তরুণ। আইনি পরিবেশনকারী সংস্থা তরুণের যাতাযাতের খরচ বাবদ ৩৭০০ ডলার (ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ২৪ হাজার টাকার কিছু বেশি) পাঠাতে বলে। সেই মতো টাকা পাঠান ওই তরুণী। তার পরেও বিভিন্ন সমস্যার কথা জানিয়ে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। এ ভাবে মোট ৬ লক্ষ তিনি দিয়েছেন বলে জানিয়েছেন ওই তরুণী।
তরুণীর কথায়, “আমি ওই ছেলেটিকে জিজ্ঞাসা করেছিলাম, কেন তোমার বাড়ির লোক কোনও টাকা পাঠাচ্ছেন না। উল্টো দিক থেকে কোনও উত্তর পাইনি। তখনই বিষয়টা নিয়ে খটকা লাগে। ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন বার বার টাকা জমা দিতে বলা হচ্ছে, তা নিয়েও মনে প্রশ্ন জাগে। তার পরেই টাকা পাঠানো বন্ধ করি এবং গোটা বিষয়টি পুলিশকে জানাই।” ওই তরুণী জানিয়েছেন, মুম্বইয়ের বরিভলি থানার পাশাপাশি ন্যাশনাল সাইবাই ক্রাইম পোর্টালেও তিনি অভিযোগ দায়ের করেছেন।