Advertisement
০৭ মে ২০২৪
Narendra Modi

দাদা মোদীর জন্যে রাখী পাঠালেন বারাণসীর মুসলমান বোনেরা

যদিও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ। এখানে প্রচারসর্বস্বতা খুঁজে পাচ্ছেন তাঁরা।

এখানে প্রচারসর্বস্বতা খুঁজে পাচ্ছেন বিরোধীরা। ছবি: সংবাদসংস্থা

এখানে প্রচারসর্বস্বতা খুঁজে পাচ্ছেন বিরোধীরা। ছবি: সংবাদসংস্থা

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৯ ১৯:৪৩
Share: Save:

বারাণসীর সাংসদ তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যে রাখী পাঠালেন ওই অঞ্চলের মুসলিম মেয়েরা।

সম্প্রতি তিন তালাক বিলে স্বাক্ষর করেছেন নরেন্দ্র মোদী। এই মহিলারা মনে করছেন, তাদের ‘দাদা’ মোদীর বদান্যতাতেই এই অসাধ্যসাধন হয়েছে, ক্ষমতায়ন হয়েছে মুসলমান মহিলাদের। বারাণসীর রামপুরা অঞ্চলের বাসিন্দা হুমা বানু বলেন, ‘‘নরেন্দ্র মোদীর জন্যেই আমাদের উপর হওয়া দীর্ঘকাকলের অত্যাচার অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। শুধু বারাণসী নয়, গোটা দেশের মুসলিম মহিলাদের দাদা তিনি। আমরা সকলের তরফ থেকেই তাঁকে রাখী পাঠালাম।’’


আরও পড়ুন: কংগ্রেসের সভাপতিত্ব নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলছে গাঁধী পরিবার, কটাক্ষ বিজেপির
আরও পড়ুন:৩৭০ রদ হওয়ায় শেষ হবে সন্ত্রাসবাদ, উন্নয়ন হবে কাশ্মীরে, বার্তা অমিত শাহের​

যদিও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ। এখানে প্রচারসর্বস্বতা খুঁজে পাচ্ছেন তাঁরা। তাদের রাজ্য সভাপতি মতিন খান সংবাদ সংস্থাকে বলছেন, ‘‘আরএসস-এর মুসলিমশাখা এমন কর্মসূচি চালাচ্ছে। মুসলমান মহিলাদের এই কাজে ব্যবহার করা হচ্ছে। আদতে এটি ক্ষমতাবান লোকজনের পরিকল্পনা। সরকারের গেমপ্ল্যান।’’

বিল পাশের পরে মোদী টুইট করেন, ‘অবশেষে মধ্যযুগীয় একটা প্রথাকে ইতিহাসের আঁস্তাকুড়ে ছুড়ে ফেলা গেল। তিন তালাকে ভুক্তভোগী সেই সব সাহসী মহিলাদের সেলাম।’তিন তালাককে ফৌজদারি অপরাধ তকমা দিয়ে তিন বছরের জেল হেফাজতেরও সাজা ঘোষণা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rakhsabandhan Tripple Talaq Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE