মুজফ্ফরপুর বেসরকারি হোম ধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিহারের প্রাক্তন মন্ত্রী মঞ্জু বর্মাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠালেন বিচারক। মঙ্গলবার বেগুসরাইয়ে কোর্টে এসে আত্মসমর্পন করেন তিনি। তারপরই ১ ডিসেম্বর পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
মঞ্জু বর্মা বিহারের প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী। এ দিন মুখ ঢেকে একটি অটোরিকশায় আদালতে এসে পৌঁছন তিনি। আদালত চত্বরের প্রবেশের পর থেকেই বার বার জ্ঞান হারিয়ে ফেলেন। আশেপাশের লোকজন তাঁর মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরান।
মুজফ্ফরপুর বেসরকারি হোমের আবাসিকদের ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এই মন্ত্রী এতদিন গা ঢাকা দিয়েছিলেন। কেন তাঁকে খুঁজে বার করে গ্রেফতার করা যাচ্ছে না, সম্প্রতি এই কারণে সুপ্রিম কোর্টের কাছে ধমকও খায় বিহার পুলিশ। তারপরই পুলিশ তাঁকে ধরতে তৎপর হয়ে ওঠে। তবে পুলিশকে আর গ্রেফতারির সুযোগ দেননি। এ দিন নিজে গিয়েই আত্মসমর্পন করেন।
আরও পড়ুন: নেশা করিয়ে ‘প্রভাবশালী’দের বাড়িতে পাঠানো হত হোমের মেয়েদের!
এর আগে প্রধান অভিযুক্ত প্রভাবশালী ব্রজেশ ঠাকুরকে গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত মঞ্জু বর্মার স্বামী চন্দ্রশেখর বর্মার নামও জড়িয়ে যায়। চাপে পড়ে মঞ্জু দেবী তখন মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন।