অহমদাবাদ-কলকাতা এক্সপ্রেসের শৌচালয় থেকে এক যাত্রীর দেহ উদ্ধার করল রেলপুলিশ। বৃহস্পতিবার ওই যাত্রীর দেহ উদ্ধার হয় মধ্যপ্রদেশের সাগর স্টেশনে ট্রেন পৌঁছোনোর পর।
রেল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ ট্রেনটি সাগর স্টেশনে থামে। সেই সময় এক যাত্রী শৌচাগারে ঢুকতেই এক ব্যক্তিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি টিকিট পরীক্ষককে বিষয়টি জানান। টিকিট পরীক্ষক আবার রেল সুরক্ষাবাহিনী এবং রেলপুলিশকে খবর দেন। তারা এসে দেহটি উদ্ধার করে।
রেলপুলিশ সূত্রে খবর, মৃতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। ট্রেনের অসংরক্ষিত কামরায় সফর করছিলেন। ফলে তাঁর পরিচয় জানা যায়নি। মৃতের পকেট থেকে ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে। এ ছাড়া শনাক্ত করার জন্য তাঁর কাছ থেকে আর কিছু পাওয়া যায়নি। জানা গিয়েছে, ট্রেনটি বীণা জংশন ছাড়ার পর এক যাত্রী ট্রেনের শৌচাগারে যান। দরজা খুলতেই তিনি এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। তার পরই ট্রেনটিকে সাগর স্টেশনে থামানো হয়। ফরেন্সিক বিশেষজ্ঞদের আনানো হয়। তাঁরা শৌচাগার থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। আশপাশের স্টেশনগুলিতে ওই ব্যক্তির ছবি পাঠিয়ে তাঁর সম্পর্কে জানার চেষ্টা করছে রেলপুলিশ।