উপলক্ষ ছিল এনডিএ-র সাংসদের সামনে দলের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে পরিচয় করিয়ে দেওয়া। সেই পরিচয়ের মঞ্চ থেকেই আজ সিন্ধু জলচুক্তির ভুলত্রুটি তুলে ধরে ফের জহওরলাল নেহরুর তীব্র সমালোচনা করলেন নরেন্দ্র মোদী। দেশের প্রথম প্রধানমন্ত্রীকে আরও একবার দুষে দেশের চতুর্দশ প্রধানমন্ত্রী বলেন, ‘‘ওই চুক্তি করে যে ভুল হয়েছিল, তা পরবর্তী সময়ে স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলেন নেহরু।’’ আজকের বক্তব্যে দেশ ভাগের জন্যও নেহরুকে দু’বার দায়ী করেন মোদী। তিনি বলেন, ‘‘প্রথম বার (ভারত-পাকিস্তান সীমানা চিহ্নিতকারী) র্যাডক্লিফ লাইনের সময়ে আর দ্বিতীয় বার সিন্ধু জলচুক্তির মাধ্যমে।’’ অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে ভারত। অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বক্তব্য রাখার সময়ে ওই চুক্তি নিয়ে সরব হন মোদী। কার্যত একই সুরে আজ মোদী বলেন, ‘‘চুক্তি অনুযায়ী ৮০% জল পাকিস্তানে চলে যাচ্ছিল।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)