Advertisement
১৩ ফেব্রুয়ারি ২০২৫
Privilege Motion Against Rahul Gandhi

‘ট্রাম্পকে নিয়ে মোদীর নামে মিথ্যাচার’! রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বিজেপির?

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সোমবার রাহুলের মা সনিয়া গান্ধীর বিরুদ্ধে রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সাংসদেরা।

(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী।

(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৫
Share: Save:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সোমবার তাঁর মা সনিয়া গান্ধীর বিরুদ্ধে রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সাংসদেরা। ক্ষমতাসীন জোট সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে মঙ্গলবার পুত্র রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হবে।

এই পরিস্থিতিতে দিল্লির বিধানসভা ভোটের আগে অশান্তির আঁচ লাগতে পারে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বে। সোমবার সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের উপর বক্তৃতার সময় রাহুল বলেছিলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীকে আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বন্দোবস্ত করানোর জন্য আমাদের বিদেশমন্ত্রীকে আমেরিকায় পাঠাব না।’’ বিতর্কের উৎস রাহুলের সেই মন্তব্যই।

বিজেপির অভিযোগ, গত বছর ডিসেম্বরে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওয়াশিংটন সফরকেই ইঙ্গিত করেছেন রাহুল। বোঝাতে চেয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানোর জন্যই ছিল ওই সফর। সোমবার বিকেলে জয়শঙ্কর সরাসরি রাহুলকে নিশানা করে এক্স পোস্টে লেখেন— ‘‘বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমার ২০২৪ সালের ডিসেম্বরের আমেরিকা সফর সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছেন ৷’’

বিদেশমন্ত্রীর দাবি, তিনি আমেরিকার তৎকালীন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের সঙ্গে দেখা করার পাশাপাশি ভারতের কনসাল জেনারেলের একটি বৈঠকে সভাপতিত্ব করার জন্য ওয়াশিংটনে গিয়েছিলেন। তাঁর মন্তব্য, ‘‘কোনও পর্যায়েই প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সংক্রান্ত বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি। এটা সকলেই জানেন যে, আমাদের প্রধানমন্ত্রী এই ধরনের অনুষ্ঠানে যোগ দেন না। সাধারণত ভারতের প্রতিনিধিত্ব করেন তাঁর বিশেষ দূতেরা।’’ প্রসঙ্গত, ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদী দূত হিসাবে যোগ দিয়েছিলেন জয়শঙ্কর নিজেই।

অন্য বিষয়গুলি:

Privilege Motion Rahul Gandhi PM Narendra Modi Budget session Indian Parliament
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy