প্রথম বছর তরতরিয়ে পেরিয়েছে। কিন্তু তার পর থেকেই একে একে উঠছে অভিযোগ। কখনও সুষমা তো কখনও বসুন্ধরা বা শিবরাজ। এর মধ্যেই বুধবার রাশিয়ার উফায় পৌঁছলেন প্রধানমন্ত্রী, ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে। প্রথমে কেমন যেন উস্কোখুস্কো। সেটা কি ঘরের চিন্তায়— প্রশ্ন তুললেন কেউ কেউ। কারণ, ব্যপমে কম টানাপড়েন যাচ্ছে না! এর তদন্তে সিবিআই কি না, সেই প্রশ্ন ঝুলে সুপ্রিম কোর্টে। জল মাপতে শিবরাজ সটান দিল্লি চলে এলেন। এক রহস্যমৃত্যুকে খুন বলে দাবি করলেন চিকিৎসকেরা। এর মধ্যেই রাশিয়া ও চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। সেখানে পুতিন তাঁকে বললেন, ক্যারাটে জানলেও যোগাসনের সাহস করেননি তিনি!