Advertisement
০৪ মে ২০২৪
Narendra Modi

Sandhya Mukerjee: মোদীর সন্ধ্যা স্মরণ, টুইট করে প্রধানমন্ত্রী লিখলেন সাংস্কৃতিক জগৎ আরও শূন্য হল

গত মাসেই মোদী সরকারের দেওয়া পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছিলেন সন্ধ্যা। এত বছর পর গীতশ্রীকে ‘পদ্মশ্রী’ দেওয়া নিয়ে বিতর্কও হয়েছিল

মঙ্গলবার রাতে টুইটারে মোদী লিখেছেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বর ভবিষ্যৎ প্রজন্মকে বিমোহিত করতে থাকবে। 

মঙ্গলবার রাতে টুইটারে মোদী লিখেছেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বর ভবিষ্যৎ প্রজন্মকে বিমোহিত করতে থাকবে। 

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৫৯
Share: Save:

প্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে টুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখলেন, ‘ওঁর চলে যাওয়া দেশের সাংস্কৃতিক জগৎ আরও শূন্য করে দিল।’ শিল্পীকে তাঁর জীবদ্দশায় পদ্মশ্রী দিতে চেয়েছিল মোদী সরকার। যা প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

সন্ধ্যাকে এত দিনে ‘পদ্মশ্রী’ দেওয়ায় প্রস্তাবে ক্ষুব্ধ হয়েছিল বাংলার শিল্প জগৎ। মঙ্গলবার রাতে যদিও টুইটারে মোদী লিখেছেন, ‘গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুর এবং স্বর ভবিষ্যৎ প্রজন্মকে বিমোহিত করবে।’

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ প্রয়াত হন সঙ্গীতশিল্পী। টুইটারে প্রধানমন্ত্রী সন্ধ্যা স্মরণ করেন রাত ১১টা নাগাদ। মোদী লেখেন, ‘গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা মর্মাহত। আমাদের সাংস্কৃতিক জগৎ এখন আরও দীন হল। ওঁর সুরেলা কণ্ঠস্বর আগামী প্রজন্মকে বিমোহিত করতে থাকবে। শিল্পীর পরিবার এবং ভক্তদের এই দুঃখের সময়ে আমার সমবেদনা। ওম শান্তি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Sandhya Mukhopadhyay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE