Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
Narendra Modi

যোগীর মন্ত্রী হচ্ছেন মোদীর প্রিয় আমলা?

আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা অরবিন্দ শর্মাকে সেই বিধান পরিষদের নির্বাচনে জিতিয়ে এনে মন্ত্রী করা হবে বলেই তড়িঘড়ি অবসর নিতে বলা হয় তাঁকে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ০২:৫১
Share: Save:

কেন্দ্রীয় মন্ত্রকের সচিব পদ থেকে আগাম অবসর নিয়েছেন সোমবার। তার দু’দিনের মধ্যেই গুজরাত ক্যাডারের ওই সদ্য প্রাক্তন আমলা যোগ দিলেন বিজেপিতে। কেন এই আগাম অবসর, আর কেনই বা অরবিন্দ কুমার শর্মার তড়িঘড়ি বিজেপিতে যোগদান, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সূত্রের মতে, যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় ওই প্রাক্তন আমলাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।

চলতি মাসের ২৮ জানুয়ারি উত্তরপ্রদেশ বিধান পরিষদের নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি। রাজনীতিকদের মতে, আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা অরবিন্দ শর্মাকে সেই বিধান পরিষদের নির্বাচনে জিতিয়ে এনে মন্ত্রী করা হবে বলেই তড়িঘড়ি অবসর নিতে বলা হয় তাঁকে। গত সোমবার অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের সচিব পদ থেকে ইস্তফা দেন তিনি। আমলা মহলে তিনি পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসাবে। মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময়ে মুখ্যমন্ত্রীর দতফরে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই শর্মা। ২০১৪ সালের লোকসভা ভোটের সময়ে গুজরাতের পরিকাঠামো উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE