Advertisement
১৭ জুন ২০২৪

’৮৪-র দাঙ্গার পর কংগ্রেসের মুখে সহিষ্ণুতার বাণী মানায় না, কটাক্ষ মোদীর

সহিষ্ণুতা এবং বহুত্ববাদের পক্ষে সরব এখন গোটা দেশ। সেই আবহেই সোমবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। এ দিন সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণববাবুর সঙ্গে দেখা করবেন বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৫ ১৩:১৩
Share: Save:

সহিষ্ণুতা এবং বহুত্ববাদের পক্ষে সরব এখন গোটা দেশ। সেই আবহেই সোমবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। এ দিন সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণববাবুর সঙ্গে দেখা করবেন বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

কংগ্রেস নেতৃত্ব যখন অসহিষ্ণুতা এবং বহুত্ববাদ নিয়ে পথে নেমেছেন, তখন বিহারের পূর্ণিয়ায় তাঁদের এই ভূমিকাকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তিনি বলেন, ‘‘১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গার পর অসহিষ্ণুতা নিয়ে কংগ্রেসের কথা বলার কোনও অধিকার নেই। ওরা নাটক করছে।’’ তিনি আরও বলেন, ‘‘মনে পড়ে ৮৪-র ২ নভেম্বরের কথা? দিল্লিতে সে দিন কী হয়েছিল? হত্যা করা হয়েছিল শিখদের। আর সেই দিনেই কিনা কংগ্রেস অসহিষ্ণুতার কথা বলছে!’’

মঙ্গলবারও সনিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দলের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা। তিস জানুয়ারি মার্গ থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পদযাত্রা করে অসিষ্ণুতা নিয়ে স্মারকলিপি পেশ করবেন তাঁরা। কিন্তু, ঘোষিত এই কর্মসূচির আগেই কেন একাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন সনিয়া? কংগ্রেস সূত্রে খবর, মুক্তমনাদের উপর হামলা-হত্যা, দাদরি-সহ গোটা দেশে ঘটে চলা নানা বিষয় নিয়ে উদ্বিগ্ন সনিয়া এই সব বিষয় নিয়েই রাষ্ট্রপতির সঙ্গে একান্তে কথা বলতে চান। সে কারণেই তাঁর রাইসিনা হিলে যাওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE