ছোটদের মন থেকে পরীক্ষার ভয় দূর করতে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত আট বছরে (২০১৮-’২৫) ওই প্রকল্পে পড়ুয়া, শিক্ষক এবং পডুয়াদের বাবা-মা মিলিয়ে প্রায় ৮.১০ কোটি ব্যক্তি অংশ নিয়েছেন। আজ লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের করা প্রশ্নের উত্তরে শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধরি জানিয়েছেন, ওই আট কোটি অংশগ্রহণকারীর জন্য সরকারের এ যাবৎ খরচ হয়েছে ৯১.৮১ কোটি টাকা। এর মধ্যে অংশগ্রহণকারী পিছু সবথেকে বেশি খরচ হয়েছিল প্রথম বছরে। ২০১৮ সালে প্রথম অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ২২,২৫৩ জন। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে হওয়া ওই অনুষ্ঠানে সরকারের মোট খরচ হয়েছিল ৩.৬৭ কোটি টাকা। অর্থাৎ ব্যক্তিপিছু খরচের পরিমাণ প্রায় ১,৬৪৯ টাকা। শেষ দু’বছর ধরে ওই অনুষ্ঠানটি কার্যত অনলাইন মাধ্যমে হওয়ায় এক দিকে অংশগ্রহণকারীর সংখ্যা যেমন লাফ দিয়ে বেড়েছে, তেমনই খরচও কমেছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরে সবথেকে বেশি, প্রায় ৫.১১ কোটি অংশগ্রহণকারী যোগ দিয়েছিলেন ওই অনুষ্ঠানে, খরচ হয়েছে ১৮.৮৩ কোটি টাকা। আপাতত অনুষ্ঠান বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)