দেশ জুড়ে ‘জাতীয় বেকারত্ব দিবস’ পালন। নেট দুনিয়া জুড়ে গৌতম আদানিকে অস্ত্র করে নরেন্দ্র মোদীকে নিশানা।
নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে রাহুল গান্ধী সকালেই টুইট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু কংগ্রেস-সহ বিরোধীরা মোদীর জন্মদিন ঘিরে সরকার তথা বিজেপির ‘ব্যক্তিপুজো’ নিয়ে প্রশ্ন তুলল। প্রধানমন্ত্রীর জন্মদিনে দিল্লি-সহ বিভিন্ন বিজেপিশাসিত সরকার যে ভাবে বিজ্ঞাপন দিয়েছে, তা নিয়ে বিরোধীদের প্রশ্ন, কেন সাধারণ আয়করদাতাদের টাকা নরেন্দ্র মোদীর জন্মদিন উদ্যাপনে খরচ হচ্ছে? কংগ্রেস এত দিন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান তুলছিল। আজ মোদীর জন্মদিনে ‘জাতীয় বেকারত্ব দিবস’ পালন করে কংগ্রেস স্লোগান তুলেছে, ‘চাকরি চোর, গদ্দি ছোড়’।
কিছু দিন আগে বিহারের প্রদেশ কংগ্রেস নেট দুনিয়ায় একটি কৃত্রিম মেধা বা এআই দিয়ে তৈরি ভিডিয়ো প্রকাশ করেছিল। যাতে দেখা গিয়েছিল, নরেন্দ্র মোদীর বিভিন্ন ভুল কাজের জন্য তাঁর প্রয়াত মা তাঁকে বকাঝকা করছেন। এর বিরুদ্ধে জনস্বার্থ মামলায় আজ পটনা হাই কোর্ট অবিলম্বে কংগ্রেসকে এই ভিডিয়ো সরানোর নির্দেশ দিয়েছে। কিন্তু তাতে দমে না গিয়ে আজ কংগ্রেস শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে এআই দিয়ে তৈরি ভিডিয়ো প্রকাশ করেছে। যাতে গৌতম আদানি বলেছেন, নরেন্দ্র মোদী বরাবরই তাঁর বিশ্বস্ত। তাঁর কথা মতো চলেন। কংগ্রেসের দাবি, মোদী গত ১১ বছর ধরে তাঁর শিল্পপতি বন্ধু গৌতম আদানির জন্যই কাজ করছেন। এই ভিডিয়োতে সেই বার্তাই দেওয়া হয়েছে। কংগ্রেসের সমাজমাধ্যম বিভাগের প্রধান সুপ্রিয়া শ্রীনতে বলেন, ‘‘ভারতীয় শিল্পপতিদের মধ্যে মুকেশ অম্বানী, উদয় কোটাক, কুমারমঙ্গলম বিড়লা, সুনীল মিত্তলরা ভিডিয়ো বানিয়ে নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। গৌতম আদানি মোদীর সবথেকে ঘনিষ্ঠ হলেও তা করেননি। এর কারণ কী? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি?”
নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁকে নায়কের আসনে বসিয়ে পুজো, সরকারি খরচে বিজ্ঞাপনের দিকে আঙুল তুলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের মন্তব্য, ‘‘রাজনীতিতে এই ব্যক্তিপুজো অধঃপতনের দিকে যাত্রা বলে বি আর অম্বেডকর সাবধান করে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর জন্য জন্মদিনের শুভেচ্ছা থাকবে। কিন্তু এই ব্যক্তিপুজো দেশের জন্য বিপজ্জনক।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)