Advertisement
E-Paper

নীতীশকেই মুখ্যমন্ত্রী বেছে নিল বিহারের এনডিএ পরিষদীয় দল! বৃহস্পতিবার শপথ, মন্ত্রিসভায় কি ‘ক্ষমতা’ বাড়বে বিজেপির?

মাঝের কয়েক মাস বাদ দিলে ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত পটনার কুর্সিতে নীতীশই বসেছেন। ২০ বছরে বহু রাজনৈতিক অদলবদল ঘটেছে, একাধিক বার জোট বদলে ভিন্ন ভিন্ন দল বা জোটের হাত ধরেছেন নীতীশ। বৃহস্পতিবার তিনি দশম বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৮:৪৭
NDA led by Nitish Kumar claim to form next Bihar government, oath ceremony Thursday

বিহারে আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। ছবি: পিটিআই।

বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? সেই জল্পনার অবসান। শেষ পর্যন্ত নীতীশ কুমারের উপরই ভরসা রাখছে এনডিএ। শুধু তা-ই নয়, বুধবার তাঁকে বিহার বিধানসভায় এনডিএ-র নেতা হিসাবেও বেছে নেওয়া হয়েছে। তার পরেই বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানালেন নীতীশ। বৃহস্পতিবারই আবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন তিনি। সূত্রের খবর, তাঁর সঙ্গে ২২ জন মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন! তবে কোন দলের কত জন মন্ত্রী হিসাবে শপথ নেবেন, তা স্পষ্ট নয়।

ভোটের আগে নীতীশের অসুস্থতা নিয়ে নানা খবর ছড়িয়েছিল। বার্ধক্যজনিত কারণে নীতীশ আর সক্রিয় রাজনীতিতে থাকবেন কি না, সেই প্রশ্নও বিহারের হাওয়ায় ভাসছিল। প্রশ্ন যে শুধু বিরোধী আরজেডি বা কংগ্রেসই তুলেছিল, তা নয়। এনডিএ-র অন্দরেও বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়। এ বারের নির্বাচনে এনডিএ কাউকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে প্রচার করেনি। তবে এনডিএ বার বার দাবি করেছিল, নীতীশের নেতৃত্বে ভোটে লড়ছে তারা। নীতীশ জমানায় বিহারের উন্নতির খতিয়ান নিয়ে প্রচার করলেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁকে বেছে নেওয়া হয়নি। অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, তা হলে কি নীতীশকে মুখ্যমন্ত্রী করতে চাইছে না এনডিএ? ভোটে জেতার পরও মুখ্যমন্ত্রীর প্রশ্নে মুখে কুলুপ এঁটেছিল এনডিএ। যদিও জেডিইউ প্রথম থেকেই নীতীশকে মুখ্যমন্ত্রী হিসাবে দাবি করে আসছে।

মাঝের কয়েক মাস বাদ দিলে ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত পটনার কুর্সিতে নীতীশই বসেছেন। ২০ বছরে বহু রাজনৈতিক অদলবদল ঘটেছে, একাধিক বার জোট বদলে ভিন্ন ভিন্ন দল বা জোটের হাত ধরেছেন নীতীশ। বৃহস্পতিবার তিনি ১০তম বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন। পটনার গান্ধী ময়দানে আয়োজন করা হয়েছে এই শপথগ্রহণ অনুষ্ঠান।

নীতীশকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হলেও দুই উপমুখ্যমন্ত্রী পদ নিজেদের দখলেই রেখেছে বিজেপি। সম্রাট চৌধরি এবং বিজয় সিন্‌হাও বৃহস্পতিবার নীতীশের সঙ্গে শপথ নেবেন উপমুখ্যমন্ত্রী পদে। তবে মন্ত্রিসভায় আর কারা জায়গা পাবেন, তা এখনও স্পষ্ট নয়। অন্য দিকে, চিরাগ পাসোয়ান জানিয়ে রেখেছেন, তাঁর দল এলজেপি (রামবিলাস) সরকারে থাকবে। অর্থাৎ, মন্ত্রিত্বের দাবি করেছেন চিরাগ।

এ বারে বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঝুলিতে ২০২টি আসন, যা সরকার গঠনের জন্য দরকারি সংখ্যা (১২২)-র চেয়ে অনেক বেশি। নির্বাচনে বিজেপির সঙ্গে কার্যত পাল্লা দিয়ে আসন বাড়িয়েছে নীতীশের দল জেডিইউ। তারা জিতেছে ৮৫টি আসন। সেখানে বিজেপির দখলে ৮৯ আসন। অথচ পাঁচ বছর আগে ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ১১৫টিতে লড়ে মাত্র ৪৩টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল নীতীশকে। তুলনায় কম আসনে (১১০) লড়ে ভাল ফল করেছিল শরিক বিজেপি। তারা পেয়েছিল ৭৪টি আসন। তাই সরকার গঠনের জন্য শুধু জেডিইউ-কে সঙ্গে নিলেই হত না। প্রয়োজন ছিল শরিক দলগুলির সমর্থনও। সে দিক থেকে এ বারের অবস্থা অনেকটা বিজেপির পক্ষে। জেডিইউ-কে ছাড়াও বিজেপি অন্য শরিকদলগুলির বিধায়কদের নিয়ে সরকার গঠনের প্রয়োজনীয় আসন সংখ্যার অনেক কাছাকাছি থাকবে। সে ক্ষেত্রে মন্ত্রিসভায় কোন দলের কত জন প্রতিনিধি থাকবেন, তা নিয়ে টানাপড়েন হতে পারে এনডিএ-র অন্দরে।

বিজেপি, জেডিইউ ছাড়া, ১৯টি আসন জিতেছে চিরাগের দল। শোনা যায়, তিনিও তাঁর দলের জন্য একটি উপমুখ্যমন্ত্রী পদ এবং মন্ত্রিসভায় একাধিক আসনের দাবি জানিয়েছিলেন। এনডিএ-র অন্য ছোট দলগুলিও মন্ত্রিসভায় শামিল হওয়ার দাবি জানিয়েছে। যদিও দুই উপমুখ্যমন্ত্রী পদ নিজেদের দখলেই রাখল বিজেপি। সূত্রের খবর, মন্ত্রিত্বের জট কাটাতে সব দল তাদের নির্দিষ্ট সংখ্যক বিধায়কপিছু এক জন করে মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদ পেতে পারে।

নীতীশ মুখ্যমন্ত্রী হবেন কি না, তা নিয়ে জল্পনা থাকলেও ভোটের আগে থেকেই ভোটারদের সামনে নিজের ‘সুশাসনবাবু’ ভাবমূর্তি তুলে ধরেছিলেন। একের পর এক জনমোহিনী প্রকল্পও চালু করেছিলেন। প্রতিটি পরিবারকে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেয় নীতীশের নেতৃত্বাধীন এনডিএ সরকার। বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের সামাজিক নিরাপত্তা পেনশনের পরিমাণ ৪০০ থেকে বাড়িয়ে ১,১০০ টাকা করে দেন নীতীশ। মহিলা ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে ভোটের কয়েক মাস আগে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করে নীতীশের সরকার।

Bihar Assembly Election Nitish Kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy