Advertisement
০৩ অক্টোবর ২০২৪
Gas Leak

গ্যাস লিক করে অসুস্থ ২৫ পড়ুয়া‍! হায়দরাবাদের কলেজের ল্যাবরেটরিতে গেল ফরেন্সিক দল

হায়দরাবাদের কস্তুরবা গভর্নমেন্ট কলেজের ল্যাবে বিষাক্ত কোনও গ্যাস লিকের কারণেই শুক্রবার বিকেলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।

কস্তুরবা গভর্নমেন্ট কলেজের সামনে উৎসুক জনতা।

কস্তুরবা গভর্নমেন্ট কলেজের সামনে উৎসুক জনতা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২২ ১৮:০৪
Share: Save:

পড়ুয়ারা হাতেকলমে রসায়ন শিক্ষার পাঠ নিচ্ছিলেন কলেজের ল্যাবরেটরিতে। হঠাৎই পর পর কয়েক জন অসুস্থ হয়ে পড়লেন!

শুক্রবার বিকেলে হায়দরাবাদের কস্তুরবা গভর্নমেন্ট কলেজে বিষাক্ত কোনও গ্যাস লিকের কারণেই অন্তত ২৫ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। তবে ঘটনার ‘কারণ’ সম্পর্কে নিশ্চিত হতে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি টিমকে বিকেলে পাঠানো হয়েছে কলেজে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় কস্তুরবা গভর্নমেন্ট কলেজের সামনে। স্থানীয় সূত্রের খবর, ২৫ জন পড়ুয়ার পাশাপাশি কলেজের ল্যাবের এক কর্মীও গ্যাস লিকের কারণে অসুস্থ হয়ে পড়েন। তবে কারও জীবনের আশঙ্কা নেই। সম্ভবত ল্যাবের গ্যাসের পাইপলাইন লিক করেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gas Leak hyderabad Forensic Team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE