Advertisement
০৪ জুন ২০২৪
National News

৫০০ টাকার নতুন নোট এসে গেল দিল্লি, মুম্বই, ভোপালে

২০০০-এর নোটের পর এ বার ৫০০-র নতুন নোট ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক। রবিবার এই নতুন নোট পৌঁছে গেছে দিল্লি, মুম্বই এবং ভোপালের বিভিন্ন ব্যাঙ্কে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ১৩:০২
Share: Save:

২০০০-এর নোটের পর এ বার ৫০০-র নতুন নোট ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক। রবিবার এই নতুন নোট পৌঁছে গেছে দিল্লি, মুম্বই এবং ভোপালের বিভিন্ন ব্যাঙ্কে।

প্রথম দফায় নাসিকের টাঁকশাল থেকে ৫০০ টাকার ৫০ লক্ষ নতুন নোট এসে পৌঁছয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে। আগামী বুধবারের মধ্যে আরও ৫০ লক্ষ ৫০০-র নোট বাজারে ছাড়া হবে বলে আরবিআই সূত্রে খবর। এ ছাড়া পশ্চিমবঙ্গের শালবনি এবং কর্নাটকের মহীশূরেও এই নোট ছাপানোর কাজ চলছে। নতুন ৫০০-র নোট বাজারে এলে নোটের আকাল কিছুটা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৫০০ ও ১০০০-এর নোট বাতিলের পর সরকার প্রথম ধাপে ২০০০ টাকার নোট ছাড়ে বাজারে। সেই নোট মানুষ পাচ্ছেন ঠিকই, কিন্তু আরও একটা সমস্যা বড় আকার ধারণ করেছে। সেটা হল খুচরোর সমস্যা। ২০০০-এর নোট নিয়ে ভাঙাতে না পেরে আরও বিপদে পড়ছেন মানুষ। এই সমস্যা দূর করতে এটিএমগুলিতে ১০০ টাকার নোটেরও ব্যবস্থা করেছে সরকার। কিন্তু সেই নোটও নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে পরিমাণ ১০০ টাকার নোটের চাহিদা রয়েছে সেই তুলনায় জোগান কম। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, খুচরোর জোগান কম হয়নি। যথেষ্ট পরিমাণ ১০০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। কিন্তু নতুন নোট আসার কারণে এটিএমে ক্যালিব্রেশনের জন্য সময় লাগছে। ফলে সমস্যাটা আরও বিরাট আকার ধারণ করেছে। তাই এটিএমে গিয়েও নাকাল হয়ে ফিরতে হচ্ছে মানুষকে।

প্রশ্ন উঠছে নতুন ৫০০-র নোট যে পরিমাণ বাজারে ছাড়া হবে তাতে কি মানুষের চাহিদা মিটবে?

আরও খবর...

পিছু হটা নয়, সুর চড়িয়ে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

500 rupees
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE