খসড়া ভোটার তালিকায় আপত্তি বা সংশোধন নথিভুক্ত করার সময়-সীমা যত ফুরিয়ে আসছে, নতুন ভোটার হওয়ার আবেদন তত বেড়ে চলেছে বিহারে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, এমন আবেদনের সংখ্যা বৃহস্পতিবার ৮ লক্ষ ৫১ হাজার ৭৮৮-এ পৌঁছেছে। এই সংখ্যা মঙ্গলবার ছিল চার লক্ষ ৩৩ হাজার ২১৪। অর্থাৎ দু’দিনে নতুন ভোটারের আবেদন প্রায় দ্বিগুণ হয়েছে। তারই পাশাপাশি, সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন সব দলের কাছে নোটিস পাঠানোর পরে দলগুলির তরফে আপত্তি বা সংশোধনের আনুষ্ঠানিক আবেদনও বাড়তে শুরু করেছে। দীর্ঘ দিন ‘শূন্য আবেদন’ থাকার পরে এখন সিপিআই (এম-এল) লিবারেশনের ৭৯টি এবং আরজেডি-র তিনটি আবেদন জমা পড়েছে। বিশেষ আমূল সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রথম পর্বের শেষে খসড়া ভোটার তালিকায় আপত্তি বা সংশোধনের জন্য এখনও পর্যন্ত ব্যক্তিগত ভাবে আবেদন করেছেন এক লক্ষ ৯৫ হাজার ৮০২ জন। তার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ২৪ হাজার ৯৯১টিআবেদনের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)