অবশেষে কাটল জট। ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য শ্রী শ্রী রবিশঙ্করের সংস্থা আর্ট অব লিভিং-কে তিন সপ্তাহ সময় দিল জাতীয় পরিবেশ আদালত। ফলে তিনদিন ব্যাপী বিশ্ব বিশ্ব সাংস্কৃতিক উৎসবের পথে আর কোনও বাধাই রইল না।
বৃহস্পতিবার অবশ্য একে বারে অন্য সুর শোনা গিয়েছিল স্বঘোষিত ধর্মগুরু রবিশঙ্করে গলায়। সাফ জানিয়ে ছিলেন, প্রয়োজনে জেলে যাবেন কিন্তু আদালতের নির্দেশ মেনে ক্ষতিপূরণ তিনি দেবেন না। অনুষ্ঠান করার জন্যই খরচ হয়েছে ২৬ কোটিরও বেশি টাকা। এর সঙ্গে রয়েছে অন্যান্য খরচ। কিন্তু খেসারত দেবার প্রশ্নে জাতীয় পরিবেশ আদালতের সঙ্গে সরাসরি সংঘাতের পথেই হাঁটা শুরু করে ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর।
রবিশঙ্করের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখায় আদালত। জানায়, এই ধরনের মন্তব্য আসলে আইনের অবমাননার সামিল।