Advertisement
০৬ ডিসেম্বর ২০২৩
Maoist

বিজেপি নেতার থেকে দশটি একে ফর্টি সেভেন দাবি, সেই মাওবাদী নেতাকে আটক করল এনআইএ

ধৃতের নাম দীনেশ গোপ। ঝাড়খণ্ড সরকার তাঁর মাথার দাম ঘোষণা করেছে ২৫ লক্ষ টাকা। এনআইএ-ও তাঁকে ধরিয়ে দিলে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে।

NIA detains wanted maoist carrying Rs 30 lakh

আটক মাওবাদী নেতা। প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১৭:২৮
Share: Save:

তাঁর মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা। গত ১৫ বছর ধরে নিষিদ্ধ সংগঠন পিপল’স লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফএলআই)-র সেই নেতাকে খুঁজছিল পুলিশ। এ বার সেই মাওবাদী নেতা আটক হলেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকদের হাতে।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দীনেশ গোপ। ঝাড়খণ্ড সরকার তাঁর মাথার দাম ঘোষণা করেছে ২৫ লক্ষ টাকা। এনআইএ-ও তাঁকে ধরিয়ে দিলে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, পুলিশ এবং আধা সেনা দীনেশকে খুঁজছিল গত দেড় দশক ধরে। তাঁর বিরুদ্ধে শতাধিক নাশকতামূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীনেশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওই সূত্র মারফত জানা গিয়েছে। তবে দীনেশকে আটক করার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানায়নি এনআইএ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীনেশ বিহারের এক বিজেপি নেতার থেকে ১০টি একে ফর্টি সেভেন দাবি করেছিলেন। অভিযোগ, দাবি না মেটালে ওই বিজেপি নেতাকে খুনের হুমকিও দিয়েছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE