তাঁর মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা। গত ১৫ বছর ধরে নিষিদ্ধ সংগঠন পিপল’স লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফএলআই)-র সেই নেতাকে খুঁজছিল পুলিশ। এ বার সেই মাওবাদী নেতা আটক হলেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকদের হাতে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দীনেশ গোপ। ঝাড়খণ্ড সরকার তাঁর মাথার দাম ঘোষণা করেছে ২৫ লক্ষ টাকা। এনআইএ-ও তাঁকে ধরিয়ে দিলে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, পুলিশ এবং আধা সেনা দীনেশকে খুঁজছিল গত দেড় দশক ধরে। তাঁর বিরুদ্ধে শতাধিক নাশকতামূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীনেশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওই সূত্র মারফত জানা গিয়েছে। তবে দীনেশকে আটক করার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানায়নি এনআইএ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীনেশ বিহারের এক বিজেপি নেতার থেকে ১০টি একে ফর্টি সেভেন দাবি করেছিলেন। অভিযোগ, দাবি না মেটালে ওই বিজেপি নেতাকে খুনের হুমকিও দিয়েছিলেন তিনি।