Advertisement
০৩ মে ২০২৪
Nillu Nillu challenge

‘কিকি’র পর ‘নিল্লে নিল্লে’ চ্যালেঞ্জ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিয়ো। সেগুলিতে দেখা যাচ্ছে চলন্ত বাসের সামনে নাচতে শুরু করে দিল এক দল যুবক।

‘নিল্লে নিল্লে’ চ্যালেঞ্জ নিয়ে গাড়ির সামনে নাচছেন এরা। ছবি সোশ্যাম মিডিয়া থেকে সংগৃহীত।

‘নিল্লে নিল্লে’ চ্যালেঞ্জ নিয়ে গাড়ির সামনে নাচছেন এরা। ছবি সোশ্যাম মিডিয়া থেকে সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৫:২৫
Share: Save:

সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনও ট্রেন্ড বাজারে এলেই তা ভাইরাল হয় নিমেষে। আমরা ট্রেন্ডের ভাল-খারাপ বিচার না করেই হুজুগে ছুটে চলি তার পেছনে। ২০১৮ সালেই আমরা দেখেছি ‘কিকি’ চ্যালেঞ্জ, ‘মোমো’ চ্যালেঞ্জের মতো একের পর এক সোশ্যাল মিডিয়া ট্রেন্ড। এবার বছর শেষের মুখে এল আর এক নতুন চ্যালেঞ্জ। নাম ‘নিল্লে নিল্লে’ চ্যালেঞ্জ। তাই ২০১৮ সালকে ‘ট্রেন্ডের বছর’ বলে চিহ্নিত করলে খুব একটা ভুল কিছু হবে না।

২০০৪ সালের ‘রেন রেন কাম এগেইন’ সিনেমার গান হল ‘নিল্লে নিল্লে’। এই গানের সুরে চলন্ত বাস, ট্রেন ও অন্যান্য যানবাহনের সামনে নাচ করা হল ‘নিল্লে নিল্লে’ চ্যালেঞ্জ। কেরল থেকে প্রথম ছড়িয়েছে জীবনের ঝুঁকি নিয়ে আনন্দ পাওয়ার এই চ্যালেঞ্জ।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিয়ো। সেগুলিতে দেখা যাচ্ছে চলন্ত বাসের সামনে নাচতে শুরু করে দিল এক দল যুবক। আবার এক দলকে নাচতে লাগল রেল ট্রাকের উপরে ছুটে আসা ট্রেনের সামনে। কেউ কেউ আবার চলন্ত গাড়ির সামনে নাচতে আসছেন মাথায় হেলমেট পরে!পুলিশের গাড়ি আটকেও নেচে ফেলেছে কেউ কেউ। সম্প্রতি কেরলের ছাত্র ছাত্রী ও যুবসমাজ সম্প্রতি মেতে রয়েছে ‘নিল্লে নিল্লে’র সুরে চলন্ত যানের সামনে নেচে, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে।

আরও পড়ুন: ‘শিশুদের যৌনমিলনে বাধ্য করা হচ্ছে , আপনারা বলছেন কিছু হয়নি?’ বিহার সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের

এরকম চ্যালেঞ্জে পা দিয়ে কম বয়সীরা অযথা জীবনকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি যাতে কোনও দুর্ঘটনা ডেকে আনে সেজন্য সজাগ কেরল পুলিশ। তাদের ফেসবুর পেজে আপলোড করা হয়েছে ‘নিল্লে নিল্লে’র ট্রোলড হওয়া ভিডিয়ো। সঙ্গে হুঁশিয়ারি- চ্যালেঞ্জের বশবর্তী হয়ে ব্যস্ত রাস্তায় সরকারি বেসরকারি বাস ও যানবাহন আটকালে তাদের বিরুদ্ধে যথাযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সতর্ক করা হয়েছে ছাত্র ছাত্রীদেরও।

আরও পড়ুন: চিনকে হারিয়ে ভারতের দখলে নতুন গিনেস রেকর্ড

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE