নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতের কাল ফাঁসি হবে কি? এই প্রশ্ন ঘিরে চরম দোলাচল আইনজীবী মহলে। আপাতত ফাঁসি কার্যকরের উপর স্থগিতাদেশের রায় নির্ধারিত করে রেখেছে দিল্লির পটিয়ালা হাউস কোর্ট। ফাঁসির দিনক্ষণ আর পিছনো সম্ভব নয় বলে প্রথমে জানিয়েছিল আদালত। তবে পরে পবনের আইনীজীবীরা জানান, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে তাদের মক্কেল। তার পর ফের সেই মামলা শুনতে রাজি হন পটিয়ালা হাউস কোর্টের বিচারক।
সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) জানিয়েছিল পবন গুপ্ত। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। তার পরেই প্রাণভিক্ষার আর্জি জানায় পবন।
অন্য দিকে সোমবার অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত এবং মুকেশ সিংহের আইনজীবীরা ফাঁসির দিন ক্ষণ পিছিয়ে দেওয়ার আর্জি জানান। আজ সোমবার প্রথম পর্বের শুনানির পর ফাঁসি পিছতে নারাজ বলে জানান বিচারক। তখন পবনের আইনজীবী বলেন, তার মক্কেলের প্রাণভিক্ষার আর্জি এখনও রাষ্ট্রপতির কাছে বিচারাধীন রয়েছে। তার পর দ্বিতীয় দফায় ফের শুনানি হয়। সেই শুনানি শেষে রায় নির্ধারিত করেছেন বিচারক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।