পাকিস্তানে জঙ্গি অভিযান চালানোর দাবি। অথচ নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা। তা নিয়ে বিরোধীদের তোপের মুখে মোদী সরকার। কিন্তু এই প্রশ্নে সরকার যে নির্দিষ্ট ভাবে কিছু বলবে না, তা কার্যত তা স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।
মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন নির্মলা সীতারমন। সেখানে বায়ুসেনার প্রত্যাঘাত নিয়ে প্রশ্ন উঠতেই তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। মৃত জঙ্গির সংখ্যা নির্দিষ্ট ভাবে জানতে চাইলে বলেন, ‘‘বিদেশ সচিব তো বিবৃতি দিয়েইছেন। তাঁর হিসাবই ঠিক।’’ কিন্তু বায়ুসেনার প্রত্যাঘাতের পর ভারতের বিদেশ সচিব বিজয় গোখেলের দেওয়া যে বিবৃতির উল্লেখ করেছেন নির্মলা সীতারমন, তাতে নির্দিষ্ট করে কোনও সংখ্যা বলা হয়নি।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার জবাবে ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢোকে ভারতীয় বায়ুসেনা। পাক অধিকৃত কাশ্মীর, বালাকোট এবং চাকোটিতে জঙ্গি শিবিরগুলিতে বোমাবর্ষণ করে। ওই দিনই তা নিয়ে বিবৃতি দেন বিদেশ সচিব বিজয় গোখেল। বায়ুসেনার অভিযানকে ‘আত্মরক্ষার তাগিদে অসামরিক অভিযান’ বলে উল্লেখ করলেও, তাতে কতজন জঙ্গি মারা গিয়েছে তা খোলসা করেননি তিনি। তাঁর সেই বিবৃতি তুলে ধরেই এ দিন প্রশ্ন এড়িয়ে যান সীতারমন। নির্দিষ্ট সংখ্যা না জানিয়ে তিনি আসলে সরকারের অবস্থানই কার্যত স্পষ্ট করেছেন বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।