হিন্দুদের জন্য কোনও নির্দিষ্ট দেশ নেই কেন, তা নিয়ে রীতিমতো আক্ষেপ ঝরে পড়ল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর গলায়। বললেন, হিন্দুদের অস্তিত্বের জন্য সংশোধিত নাগরিকত্ব আইনের বড়ই প্রয়োজন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে নিতিন বলেছেন, ‘‘বিশ্বে এমন একটা দেশও নেই যেটা হিন্দুদের। এক সময় নেপাল হিন্দু রাষ্ট্র ছিল। এখন সেটাও নেই। তা হলে হিন্দুরা যাবেন কোথায়? কোথায় যাবেন শিখেরা? মুসলিমদের জন্য কিন্তু অনেক দেশ রয়েছে। মুসলিমরা অনেক দেশের নাগরিকত্ব পেতে পারেন। কিন্তু হিন্দুদের সেই উপায় নেই। তাই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছেন।’’
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা কী ভাবে ভুল বোঝাচ্ছেন, তা ব্যাখ্যা করতে গিয়ে নিতিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দেশের হিন্দু ও মুসলিম নাগরিকদের আলাদা চোখে দেখে না।